Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়বিচারকের কেদারা থেকে শাসকের কুরসিতে! ‘জেন জি’র পছন্দ কে এই কারকি?

বিচারকের কেদারা থেকে শাসকের কুরসিতে! ‘জেন জি’র পছন্দ কে এই কারকি?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।। বিচারকের কেদারা থেকে কি তাহলে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি? সব ঠিক ঠাক থাকলে তেমনটাই হতে চলেছে। বুধবার ৫ হাজার যুব আন্দোলনকারী একটি ভারচুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কারকির নাম প্রস্তাব করেছে। কিন্তু কে এই কারকি? প্রধানমন্ত্রী হিসাবে কেনই বা তাঁর পক্ষে এত বেশি সমর্থন মিলেছে?

১৯৫২ সালের ৭ জুন নেপালের বিরাটনগরের শঙ্করপুরে জন্ম কারকির। রাষ্ট্রবিজ্ঞানে নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেছেন উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে। জীবনের প্রথম দিকে কারকি ছিলেন শিক্ষিকা। পরে ১৯৭৯ সাল থেকে তিনি আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। ২০১৬ সালে তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ঘটনাচক্রে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদই কারকিকে সেই পদে বসায়। বিচারপতি থাকাকালীন তিনি একাধিক যুগান্তকারী রায় দিয়েছিলেন এবং নিজেকে একজন সংস্কারবাদী হিসাবে তুলে ধরেছিলেন। দুর্নীতির দায়ে নেপালের প্রাক্তন মন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে তিনি দোষী সাব্যস্ত করেছিলেন। জয়প্রকাশ ছিলেন নেপালের প্রথম কোনও মন্ত্রী, যিনি দুর্নীতির দায়ে জেলে যান। এছাড়া শান্তিরক্ষা মিশনে দুর্নীতি থেকে শুরু করে বিতর্কিত নিজগড় ফাস্ট ট্র্যাক প্রকল্প – বিভিন্ন সংবেদনশীল মামলার সঙ্গেও তিনি যুক্ত কারকি। এরপর ২০১৭ নেপালের কমিউনিস্ট পার্টি এবং নেপালি কংগ্রেস তাঁর বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট’ প্রস্তাব আনে। তবে ব্যাপক জনসমর্থন জেরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

অন্তর্বতী নেতা হিসাবে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের নাম উঠছিল। জেন জি-র তরফে তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। নেপালের সংবাদমাধ্যমকে ‘জেন জি’র এক প্রতিনিধি বলেন, “যেহেতু তিনি (বলেন শাহ) আমাদের ফোন ধরেননি, তাই আলোচনা করে অন্য নামে চলে যাই। সবচেয়ে বেশি সমর্থন মেলে সুশীলা কারকির পক্ষে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য