Tuesday, November 18, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘দিল্লিকে চ্যালেঞ্জ করেই গদি হারালাম’, অজ্ঞাতবাস থেকে ওলির মুখে ‘ভারত বিরোধী’ সুর

‘দিল্লিকে চ্যালেঞ্জ করেই গদি হারালাম’, অজ্ঞাতবাস থেকে ওলির মুখে ‘ভারত বিরোধী’ সুর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।। অবশেষ মুখ খুললেন পদচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গদি হারানোর জন্য সরাসরি ভারতকে দায়ী করলেন তিনি। ওলির দাবি, একাধিক সংবেদনশীল ইস্যুতে নয়াদিল্লিকে চ্যালেঞ্জ করার সাহস দেখানোয় তাঁকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। ঠিক ঠিক কোন ইস্যুর কথা জানিয়েছেন ওলি?

একটি সূত্রে জানা গিয়েছে, ওলি এখন নেপাল সেনার আশ্রয়ে শিবপুরি ব্যারাকে রয়েছেন। সেখান থেকে তিনি দাবি করেছেন, ভারতের রেগে যাওয়ার অন্যতম কারণ লিপুলেখ বিতর্ক। যে এলাকাকে নিজেদের অঞ্চল বলে দাবি দিল্লির, ওলির সরকার তা নেপালের এলাকা বলে দাবি করেছে। এছাড়াও অযোধ্যা তথা রামের জন্মস্থান নিয়ে ভিন্ন দাবি করায় তাঁকে রাজনৈতিক ক্ষমতা হারাতে হয়েছে, দাবি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর। সরাসরি বলেন, “অযোধ্যায় রামের জন্মস্থান, এই বিষয়ে বিরোধিতা করায় আমি ক্ষমতা হারিয়েছি।” জানা গিয়েছে, নিজের দলের সাধারণ সম্পাদককে চিঠি লিখি ক্ষমতা হারানো বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ওলি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য