Friday, August 15, 2025
বাড়িবিশ্ব সংবাদইজরায়েল সেনাকে কড়া নির্দেশ নেতানিয়াহুর

ইজরায়েল সেনাকে কড়া নির্দেশ নেতানিয়াহুর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ অগস্ট : অস্ত্রযুদ্ধে এঁটে উঠতে না পেরে ঘুরপথে ইজরায়েলের উপর চাপ বাড়াচ্ছে হামাস। গাজার নারকীয়তা তুলে ধরে বিশ্বের সামনে ইজরায়েলের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি পণবন্দিদের ভিডিও প্রকাশ করে চাপ বাড়ানো হচ্ছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার ইজরায়েল সেনাকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, ‘হয় গোটা গাজা দখল করো অথবা ইস্তফা দাও।’ ২ বছর ধরে ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধের পর নেতানিয়াহুর এই হুঁশিয়ারিতে পরিস্থিতি নয়া মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।

হামাস ও ইজরায়েল সেনার অসমযুদ্ধে ইতিমধ্যেই গাজার ৭৫ শতাংশ অংশ নিজেদের দখলে নিয়েছে আইডিএফ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল। এই অবস্থায় বাকি ২৫ শতাংশও অবিলম্বে দখলের নির্দেশ দেওয়া হল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইজরায়েল সেনার অনুমান এই ২৫ শতাংশ অংশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণবন্দিদের। সম্প্রতি জেরুজালেম পোস্টের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে আইডিএফের চিফ অফ স্টাফকে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, গোটা গাজা দখল করো অথবা নিজের পদ থেকে ইস্তফা দাও।

নেতানিয়াহুর এহেন নির্দেশ এমন সময়ে এল যখন হামাস ইজরায়েলের এক পণবন্দির ভয়াবহ ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, সেখানে এক বছর চব্বিশের শীর্ণকায় যুবককে দেখা যাচ্ছে। একটা আবদ্ধ টানেলের ভিতরে তিনি মাটি খুঁড়তে খুঁড়তে ধীর গলায় বললেন, ”আমি যা করছি তা নিজের কবর নিজেই খোঁড়া।” এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ভিডিওকে ‘হামাসের চক্রান্ত’ বলে দাবি করছে এভিয়াটের ডেভিড নামে ওই তরুণের পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!