স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই : সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি তিপ্রা মথার। প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সম্মতিতে সরকার থেকে সমর্থন তুলে নেবে তিপ্রা মথা। একই সাথে বিজেপি থেকে পদত্যাগ করবেন সাংসদ কৃতি সিং দেববর্মণ। শনিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিপ্রা মথা দলের বিধায়ক রণজিৎ দেববর্মা এই কথা জানান। তিনি জানান, ২০ জুলাই-র মধ্যে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হবে।
৯ জুলাই প্রদ্যোৎ কিশোর দেববর্মণের সাথে তিনি দিল্লিতে যাবেন। তিপ্রা মথা, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পর এক বছর কেটে গেছে। সরকার চুক্তি অনুযায়ী কোন কাজ করছে না। বিভিন্ন বিষয়ে বারে বারে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরও কোন কাজ হচ্ছে না। তাই তিপ্রা মথা সরকারে থাকার কোন অর্থ নেই। সর্বশেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে তিপ্রা মথা দলের নেতৃত্ব। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার থেকে তিপ্রা মথার সমর্থন তুলে নেওয়ার বিষয়ে তিপ্রা মথা দলের মন্ত্রী বিধায়কদের সাথে চূড়ান্ত আলোচনা করা হয়ে গেছে।
৭ জুলাই তিপ্রা মথা দলের মিছিল রয়েছে। সেই মিছিলে প্রদ্যোৎ কিশোর দেববর্মণ থাকবেন। মিছিল শেষ করে তিনি দিল্লি চলে যাবেন। রণজিৎ দেববর্মা আরও জানান সম্প্রতি মন্ত্রীসভার সম্প্রসারণ নিয়ে তিপ্রা মথার সাথে কোন আলোচনা করা হয় নি। তিপ্রা মথা দল থেকে তিন জনকে মন্ত্রী করার কথা ছিল। কিন্তু মন্ত্রী করা হয়েছে দুই জনকে। তাও একজনকে প্রতিমন্ত্রী করে রাখা হয়েছে। তবে জনগণের প্রশ্ন আসন্ন এডিসি নির্বাচনের আগে কি আবারো কোনরকম নাটক মঞ্চস্থ তৈরি করার পরিকল্পনা নিয়েছে মথা?