Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যবিপ্লব কুমার দেব এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরায় থাকতে কখনো কমিউনিস্টরা সরকারে...

বিপ্লব কুমার দেব এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপুরায় থাকতে কখনো কমিউনিস্টরা সরকারে আসতে পারবে না : বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুলাই :প্রথা মেনে শনিবার উল্টোরথ। সেদিন পূর্বাশা ইসকন মন্দিরে উল্টো রথ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত উল্টো রথের দড়িতে টান দিয়ে ভক্তদের সাথে গা মেশালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রথযাত্রা অনুষ্ঠান ঘিরে আগে অনেক প্রস্তুতি গ্রহণপত্র মানুষ। এখন সেই প্রস্তুতি আর আগের মতো দেখা যায় না। কিন্তু তারপরও রথযাত্রার মতো এই আনন্দের উৎসব যাতে আগামী দিন আরও বাড়ানো যায় সেদিকে নজর দিতে সকলে প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন তাদের ছেলেমেয়েদের যাতে ভগবানের প্রতি আস্থা বাড়ায়। তাহলে পরিবার সঠিকভাবে পরিচালনা হবে।

আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রেখে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। কিন্তু পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের ৩৫ বছরের মোমবাতি দলগুলি কোথায়? তারা তো দিনের বেলাও মোমবাতি নিয়ে বের হয়ে যায়। এখন কেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ করতে মোমবাতি নিয়ে বাংলাদেশ যায় না? কেন সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কথা বলে না? কোথায় এই ইন্টারন্যাশনাল ইমারজেন্সি পার্টি? একজনেরো ঠোঁট পর্যন্ত লড়ে না। বিপ্লব কুমার দেব আরো বলেন, ভারত ততক্ষণের সুরক্ষিত যতক্ষণ এদেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন বাংলাদেশের মধ্যে ২৭ শতাংশ হিন্দু ছিল, এখন পাঁচ শতাংশও নেই।

 কোথায় গেল বাংলাদেশে সংখ্যালঘুরা? কিন্তু পার্শ্ববর্তী ভারতবর্ষের মধ্যে তো সংখ্যালঘু মুসলিমদের সমস্ত ধরনের নিরাপত্তা দেওয়া হয়। বিপ্লব কুমার দেব আরো বলেন, দুনিয়ার মধ্যে যদি কোন সাইন্টিফিক ধর্ম থাকে তাহলে সেটা হলো সনাতন ধর্ম বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, ২০১৮ সালে ত্রিপুরার মানুষ কমিউনিস্টদের রাজ্য থেকে বিদায় করেছে। যতদিন বিপ্লব কুমার দেব এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন আছেন ততদিন কমিউনিস্টরা সরকারে আসতে পারবে না। কারণ জনগণ তাদের আর চায় না। ত্রিপুরার মানুষ জানে যদি কোন কিছু পায় তাহলে নরেন্দ্র মোদির কাছ থেকেই পাবে। মঞ্চে বসা প্রদ্যোত কিশোর দেববর্মণকে আঙ্গুল নেড়ে বিপ্লব কুমার দেব বলেন, ৭৫ বছরে কংগ্রেস কিছু করেনি ত্রিপুরার জনজাতিদের জন্য। যদি কেউ কিছু করে তাহলে নরেন্দ্র মোদী করবেন। এদিকে প্রদ্যোত কিশোর দেববর্মণ বক্তব্য রেখে বলেন, ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশ বিদ্বেষ ছড়াচ্ছে। আর ভারত বর্ষ তাদের বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না। বাংলাদেশের সিনেমা, গান, টিকটক ব্যান্ড করে সমস্যার সমাধান হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। যেভাবে তারা হিংসা-বিদ্বেষ ছড়াচ্ছে সেভাবেই তাদের জবাব দিতে হবে বলে জানান প্রদ্যুৎ। আয়োজিত অনুষ্ঠানে ভক্তদের সমাগম ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য