স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ জুন : আশঙ্কা সত্যি করে শনিবার ভোরে তেল আভিভে প্রত্যাঘাত করে ইরান। ইজরায়েলের ‘অভেদ্য’ আয়রন ডোম ভেদ করে সে দেশের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আছড়ে পড়েছে তেহরানের মিসাইল। এর জেরে এবার বড়সড় বিপদের মুখে পড়তে পারে নেতানিয়াহুর দেশ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।