Monday, May 19, 2025
বাড়িবিশ্ব সংবাদসন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ মে : পহেলগাঁও আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দু’দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, পহেলগাঁও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে ভারতকে ‘পূর্ণ সমর্থনে’র আশ্বাস দিয়েছেন পুতিন।

দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে ফোনালাপ নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানান, পহেলগাঁও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার ৮০তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পুতিনকে। পাশাপাশি ভারতে অনুষ্ঠিত বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পহেলগাঁও নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসে। ঠিক সেই সময়ই মোদিকে ফোন করলেন পুতিন। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, এই হামলায় নিরীহ নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পুতিন।পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী মোদিকে বলেন, ‘হামলায় দোষীদের বিচারের আওতায় আনতেই হবে।’

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!