Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদনেটো ফিনল্যান্ড-সুইডেনে সামরিক শক্তি বাড়ালে রাশিয়া জবাব দেবে: পুতিন

নেটো ফিনল্যান্ড-সুইডেনে সামরিক শক্তি বাড়ালে রাশিয়া জবাব দেবে: পুতিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মে।   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের নেটো জোটে যোগ দেওয়া নিয়ে তাদের কোনও সমস্যা নেই৷ তবে দেশ দুটিতে নেটো সামরিক অবকাঠামো শক্তিশালী করে গড়ে তুললে রাশিয়া এর জবাব দেবে৷

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে।অন্যদিকে, পুতিন বারবার সোভিয়েত ইউনিয়ন পরবর্তী আমলে রাশিয়ার উত্তর সীমান্তে নেটো জোটের সম্প্রসারণকে ইউক্রেইনে তার সামরিক আগ্রাসনের জন্য দায়ী করেছেন।ইউক্রেইনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে নেটো সদস্যপদের জন্য সদ্যই আবেদন করার পাকাপাকি সিদ্ধান্ত জানিয়েছে ফিনল্যান্ড৷ একই পথে হাঁটছে আরেক দেশ সুইডেনও৷ এ নিয়েই সোমবার প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন৷মস্কোয় রাশিয়া-নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর সামরিক জোটের বৈঠকের বক্তব্যে পুতিন বলেন, ‘‘নেটোর সম্প্রসারণ নিয়ে কোনও সমস্যা নেই। তাই সেই অর্থে এই দেশগুলোকে নিয়ে (সুইডেন, ফিনল্যান্ড) নেটোর বিস্তার রাশিয়ার জন্য আসন্ন কোনও হুমকি নয়৷”

“তবে এই দেশগুলোর ভূখন্ডে সামরিক অবকাঠামোর বিস্তার ঘটলে তা অবশ্যই আমাদেরকে এর জবাব দেওয়ার জন্য উস্কে দেবে ৷ সেই জবাব কী হবে…আমরা আগে দেখব তারা আমাদের জন্য কী ধরনের হুমকি তৈরি করেছে।”একেবারে কোনও কারণ ছাড়াই পশ্চিমারা সমস্যা তৈরি করছে উল্লেখ করে ‍পুতিন বলেন, “আমরাও সেই অনুযায়ী জবাব দেব।”রাশিয়া নেতৃত্বাধীন জোট ‘কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনে’ রয়েছে বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান৷

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য