Tuesday, May 6, 2025
বাড়িবিশ্ব সংবাদপহেলগাঁওয়ের পালটা রণহুঙ্কার পাকিস্তানের !

পহেলগাঁওয়ের পালটা রণহুঙ্কার পাকিস্তানের !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২8 এপ্রিল : সিন্ধু নদের প্রত্যেক ফোঁটা জল পাকিস্তানের অধিকার, হুঙ্কার পাক মন্ত্রীর। পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভার‍ত। সেই বিষয়টিকে যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসাবেই দেখছে ইসলামাবাদ। তাই পাকিস্তানের শক্তিমন্ত্রী আওয়াইস লেঘারি এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমস্তরকমভাবে সিন্ধুর জলের উপর অধিকার রক্ষা করবে পাকিস্তান।

পাক মদতপুষ্ট জঙ্গিরা যেভাবে পহেলগাঁওয়ে হামলা চালিয়েছে, তারপরে বিশ্লেষক মহল মনে করেছিল, এবার সিন্ধু জলচুক্তি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে ভারত। বিদেশ সচিব বিক্রম মিসরি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হল। যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না। ভারতের এই ঘোষণার পরে দীর্ঘ সময় কেটে গেলেও পাকিস্তানের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

অবশেষে নীরবতা ভাঙেন পাকিস্তানের শক্তিমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সিন্ধু চুক্তি বাতিল করে বেপরোয়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই আচরণ আসলে যুদ্ধ ঘোষণার সমান। কাপুরুষোচিত এবং বেআইনি পদক্ষেপ। সিন্ধুর প্রত্যেক ফোঁটা জল আমাদের অধিকার এবং আইনি,রাজনৈতিক, আন্তর্জাতিকভাবে আমরা সেই অধিকার রক্ষা করব।’

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজে এই নিয়ে কোনও মন্তব্য না করলেও তাঁর পরামর্শদাতা সরতাজ আজি বলেন, “সিন্ধু জলচুক্তি সম্ভবত দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া সেরা চুক্তি। সেটা বাতিল করার অর্থ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।” পাক বিদেশমন্ত্রী ইশাক দারের মতে, পহেলগাম হামলায় পাক যোগের প্রমাণ নেই। তা সত্ত্বেও ভারত এভাবে প্রতিক্রিয়া দিতে পারে না।

উল্লেখ্য, বুধবার বিদেশ সচিব বিক্রম মিসরি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হল। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হল আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ করল ভারত। পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলেও জানান বিদেশ সচিব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!