Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যদায়িত্ব নিয়ে সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসতে আহ্বান মুখ্যমন্ত্রীর

দায়িত্ব নিয়ে সকলকে রক্তদান শিবিরে এগিয়ে আসতে আহ্বান মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ মে : সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফেসন কাউন্সিলের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রক্তদান মহৎ দান।

 রক্তদানের চেয়ে বড় কোন দান হয় না। রক্তের সংকট সবসময় থাকে, তাই একটা আশঙ্কাও থাকে। রক্তের চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে রক্তদান শিবির করতে হবে। তাহলে রক্ত সংকট থেকে রেহাই পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার রোগী, প্রসবকালীন মহিলা, যান দুর্ঘটনা গ্রস্ত ব্যক্তি এবং অস্ত্রপ্রচারের সময় রক্তের প্রয়োজন হয়। তাই বিশেষ করে রক্তদান শিবিরের জন্য কেউ আশায় না থেকে হাসপাতাল গুলির ব্লাড ব্যাংকে যাতে রক্তদানে নিয়মিত এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আর বলেন রাজ্যের জনসংখ্যা ৪০ লক্ষ। সে অনুযায়ী সব সময় ৪০ হাজার রক্ত রাজ্যের ব্লাড ব্যাংক গুলি নিতে থাকা প্রয়োজন। গত অর্থ বছরে ৪২ হাজার ইউনিট রক্ত ছিল ব্লাড ব্যাংক গুলির মধ্যে। কিন্তু নির্বাচনের সময় রক্ত নিয়ে কিছুটা সমস্যা হয়। তাই দায়িত্ব নিয়ে সকলকে নিয়মিত রক্তদান করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত শিবিরে মুখ্যমন্ত্রী রক্তদাতা দের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান। এ ধরনের উদ্যোগ তারা যাতে অব্যাহত রাখে তার জন্য আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য