Sunday, March 23, 2025
বাড়িবিশ্ব সংবাদকানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মার্ক কারনি।

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মার্ক কারনি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ মার্চ : কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মার্ক কারনি। লিবারেল পার্টির নেতা হিসাবে তাঁকেই বেছে নিয়েছেন দলের সদস্যরা। জাস্টিন ট্রুডোর উত্তরসূরি নির্বাচিত হয়েই তিনি একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ‘শুল্কযুদ্ধে’ জড়িয়েছে কানাডা। সেদেশের একের পর এক পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প। এবার এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের তীব্র নিন্দা করলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী।

জানা দিয়েছে, দলীয় ভোটে মার্ক কারনিকে বেছে নেন লিবারেলরা। আর মসনদে বসিয়েই তিনি শুল্ক নিয়ে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে কারনি বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প ফেরায় কালো দিন শুরু হয়েছে। তিনি কানাডার অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার জন্য় অযৌক্তিক শুল্ক চাপাচ্ছেন। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি তাঁর এই উদ্দেশ্য সফল হতে দেব না। আমরা নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলব এবং আমাদের সীমান্ত সুরক্ষিত করব। আমরা প্রতিশোধ নেব। পালটা শুল্ক আরোপ করব। যার সর্বোচ্চ প্রভাব আমেরিকার উপর পড়বে। ওরা যদি আমাদের সম্মান দেখায় তাহলেও আমাদের শুল্ক বহাল থাকবে। কানাডা কখনই যুদ্ধকে আহ্বান জানায় না। কিন্তু কেউ যদি সেটা চায় তাহলে জয় আমাদেরই হবে।” প্রসঙ্গত, ৫৯ বছরের মার্ক কারনির কোনও সরকারি পদে থাকার অভিজ্ঞতা নেই। তিনি হার্ভার্ড বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। এবং সেন্ট্রাল ব্যাঙ্কে কাজ করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য