Friday, March 14, 2025
বাড়িবিশ্ব সংবাদহোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার ছক!

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার ছক!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ মার্চ : হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার ছক! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের সামনে সন্দেহভাজন এক সশস্ত্র যুবককে গুলি করল নিরাপত্তাবাহিনী। স্থানীয় সময় অনুযায়ী শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। এরপর রবিবার হোয়াইট হাউসের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনার সময় উপস্থিত ছিলেন না ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি হোয়াইট হাউসের অত্যন্ত কাছে চলে এসেছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকাতে পালটা বন্দুক তাক করেন যুবক। সন্দেহভাজনকে লক্ষ্য করে তৎক্ষণাৎ গুলি চালানো হয়। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক আমেরিকার ইন্ডিয়ানার বাসিন্দা। সেখান থেকে ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন তিনি। নিরাপত্তাবাহিনীর গুলিতে গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য