Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদচিন ও আমেরিকার মধ্যে শুরু হল নিঃশব্দ ‘বাণিজ্যযুদ্ধ’।

চিন ও আমেরিকার মধ্যে শুরু হল নিঃশব্দ ‘বাণিজ্যযুদ্ধ’।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ মার্চ : আমেরিকার বিরুদ্ধে ‘টিট ফর ট্যাট’ নীতি চিনের! সম্প্রতি চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা করেছিল আমেরিকা। পালটা এবার মার্কিন পণ্যের উপর শুল্ক চাপাল বেজিং। সব মিলিয়ে চিন ও আমেরিকার মধ্যে শুরু হল নিঃশব্দ ‘বাণিজ্যযুদ্ধ’।

ডোনাল্ড ট্রাম্প সাদা বাড়ির দখল নেওয়ার পরই মার্কিন নীতিতে বিরাট রদবদল এনেছেন। স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, যে দেশ আমেরিকার উপর শুল্ক চাপায়, তাদের উপর পালটা শুল্ক চাপাবে আমেরিকাও এবং এই শুল্ক ৩৫ শতাংশ পর্যন্তও হতে পারে বলে জানিয়ে দেন ট্রাম্প। তবে এই বিপুল পরিমাণ শুল্ক না চাপালেও শেষ পর্যন্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হয় চিনা পণ্যের উপর। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই নয়া শুল্ক হার। আমেরিকার এই নিয়ম কার্যকর হওয়ার দিনেই প্রত্যাঘাত দিতে দেখা গেল চিনকে।

মার্কিন ১০ শতাংশ শুল্কের পালটা মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে মার্কিন পণ্যের উপর ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর কথা বলা হয়েছে চিনের তরফে। আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে এই নয়া নীতি। যেখানে, মার্কিন পণ্য চিনে বিক্রি করতে গেলে খরচ করতে হবে বাড়তি অর্থ। তবে মার্কিন পণ্যের উপর চিনের আমদানি শুল্ক বৃদ্ধির ঘটনা নতুন কিছু নয়। এর আগে আমেরিকা থেকে আসা কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর ১০ শতাংশ ও অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম, বড় গাড়িতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এবার নতুন করে বেশ কিছু পণ্যে বাড়ানো হয়েছে শুল্ক। বেজিংয়ের বিবৃতি অনুযায়ী, শূকরের মাংস সোয়াবিন-সহ বহু পণ্যে ১০ শতাংশ এবং ১৫ শতাংশ শুল্ক চাপান হয়েছে মুরগির মাংস, গম, ভুট্টা-সহ বহু সামগ্রীতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য