Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদবাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা মেনে নিলেন ইউনুসের বিদেশ উপদেষ্টা! কী বার্তা ভারতকে?

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা মেনে নিলেন ইউনুসের বিদেশ উপদেষ্টা! কী বার্তা ভারতকে?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি : বদলের বাংলাদেশে নিপীড়িত হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুরা। ভেঙে ফেলা হয়েছে শয়ে শয়ে হিন্দু মন্দির। পড়শি দেশের এই অরাজক পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কয়েকদিন আগেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকাকে বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এবার তাঁকে পালটা দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বললেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের না ভাবলেও চলবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বক্তব্যে তিনি কার্যত মেনে নিলেন ওপার বাংলায় অত্যাচারিত সংখ্যালঘুরা।

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে দাপাদাপি বেড়ে গিয়েছে মৌলবাদীদের। চারমাস হয়ে গেলেও কারাগারে বন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। ‘জয় বাংলা’ স্লোগান বললে নেমে আসছে শাস্তির খাঁড়া। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়, মাত্র পাঁচ মাসে ওপার বাংলায় খুন হয়েছেন ৩২ হিন্দু। ১৩ জন সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ ও গণধর্ষণ করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে ১৩৩টি মন্দির। এই পরিস্থিতিতে গত ২৩ ফেব্রুয়ারি, শনিবার বিদেশমন্ত্রী জয়শংকর বলেন, “বাংলাদেশে যেভাবে অত্যাচারের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা তা ভারতের ভাবনা-চিন্তায় গভীর প্রভাব ফেলছে।” পাশাপাশি তিনি সাফ বলেন, ঢাকাকেই সিদ্ধান্ত নিতে হবে তারা দিল্লির সঙ্গে কেমন সম্পর্ক চায়।

বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ভারতের বিদেশমন্ত্রীর এই বক্তব্য নিয়েই প্রশ্ন করা হয় তৌহিদ হোসেনকে। জয়শংকরকে পালটা দিতে গিয়ে তিনি বলেন, “ভারতের সংখ্যালঘুরা যেমন ভারতের চিন্তার বিষয় তেমনই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশই ভাববে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের না ভাবলেও চলবে।” দিল্লি-ঢাকা সম্পর্ক নিয়েও মুখ খোলেন মহম্মদ ইউনুসের বিদেশ উপদেষ্টা। তিনি বলেন, “নিজের অবস্থানেই অনড় থাকবে বাংলাদেশ। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্কই চাই। কারণ দিনের শেষে আমরা প্রতিবেশি। কিন্তু ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা পারস্পরিক বোঝাপড়ার বিষয়।”

হাসিনা পরবর্তী বাংলাদেশের কূটনৈতিক চিত্র অনেকটাই বদলে গিয়েছে। ‘ভারত বন্ধু’ বাংলাদেশ এখন পাকিস্তানের প্রেমে মজে। কিন্তু ভারত বিদ্বেষের হাওয়া উঠলেও দিল্লির ঋণই ভরসা ঢাকার। এদেশ থেকে টাকা না পাঠানোয় পদ্মপাড়ে থমকে একাধিক রেল প্রকল্প। ইউনুসের উপদেষ্টারা একের পর এক তোপ দেগে যাচ্ছেন ভারতকে। কিন্তু তাও প্রতিবেশি দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে ভারত। চাল, আলু, ডিম-সহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিস রপ্তানি করা হচ্ছে। আর ওপার বাংলায় মৌলবাদীদের বাড়বাড়ন্তে নিপীড়িত সংখ্যালঘুরা। দিকে দিকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার কাজ চলছে। দিন দিন বাড়ছে খুন, ধর্ষণ। এনিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত অরাজক পরিস্থিতি ঠিক না হলে ‘মার্শাল ল’ চালুর পথে হাঁটবে সেনা। অর্থাৎ বাংলাদেশে শুরু হবে সেনার শাসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য