স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। যা নিয়ে চর্চায় ইউনুসেরভূমিকা। তাঁর অঙ্গুলিহেলনেই বাংলাদেশ অশান্ত হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ফের প্রশ্নের মুখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। ভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধাজ্ঞাপনের নিয়মও মানলেন না তিনি। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন থাকাকালীন শহিদ মিনারে গেলেনই না ইউনুস।
প্রতিবছর ভাষা দিবসে শহিদদের প্রতি একসঙ্গে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। গতবছরও এদিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি একসঙ্গে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন। এবছর হিসেব মতো মহম্মদ ইউনুস ও রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর একসঙ্গে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন করার কথা ছিল। কিন্তু দেখা গেল রাষ্ট্রপতি থাকাকালীন সেখানে গেলেনই না ইউনুস। রাষ্ট্রপতি ফিরে যাওয়ার ঠিক ৭ মিনিটের মাথায় পৌঁছন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। এখানেই শেষ নয়, কোনও উপদেষ্টা এদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বিনিময়ও করেননি বলেই খবর। তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। প্রতিনিয়ত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। হিন্দু নিপীড়ন চরমে উঠেছে। শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামি লিগ সরকারের নির্বাচিত হওয়ায় ভাষা দিবসে শহিদ মিনারে তাঁকে না যাওয়ার নির্দেশই দেওয়া হয়েছিল। তাঁকে ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ। তা সত্ত্বেও এদিন শহিদ মিনারে যান রাষ্ট্রপতি। তাতেই ক্ষুব্ধ ইউনুস সরকারে উপদেষ্টারা।