Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদট্রাম্পকে হুঁশিয়ারি দিল ইউরোপীয় ইউনিয়ন

ট্রাম্পকে হুঁশিয়ারি দিল ইউরোপীয় ইউনিয়ন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ ফেব্রুয়ারি : ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানোর বার্তা দেওয়ার পরেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিশানায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা পদক্ষেপে ইউরোপীয় দেশগুলিও আমেরিকার পণ্যের উপর শাস্তি-শুল্ক বসাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সোমবার।

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন সোমবার জানিয়েছেন, ট্রাম্প সরকার নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর করলেই তাঁরা পাল্টা ব্যবস্থা নেবেন। উরসুলা বলেন, ‘‘কেউ যদি ইউরোপীয় ইউনিয়নকে অন্যায় ভাবে বা ইচ্ছাকৃত ভাবে নিশানা করেন, আমরা তার সমুচিত জবাব দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের মধ্যেই ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছে প্যারিসও।

ফরাসি বিদেশমন্ত্রী জঁ নোয়েল ব্যরো সোমবার বলেন, ‘‘আমরা (ইউরোপীয় ইউনিয়ন) আমাদের স্বার্থরক্ষার ক্ষেত্রে যে কোনও পদক্ষেপ করতে প্রস্তুত।’’ সেই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পে প্রথম মেয়াদে বাণিজ্যিক সংঘাতের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘‘২০১৮ সালেও উনি একই রকম পদক্ষেপ করেছিল। আমরাও পাল্টা ব্যবস্থা নিয়েছিলাম।’’ প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বৃহত্তম বাণিজ্যিক সহযোগী। বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক প্রায় সাড়ে ১৫ লক্ষ কোটি ইউরো! ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যে ট্রাম্পের নয়া শুল্কনীতি ঘোষণার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য