Wednesday, December 11, 2024
বাড়িবিশ্ব সংবাদএ বার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে দামাস্কাসেও! সিরিয়ায় গত ৪৮ ঘণ্টায় ২৫০...

এ বার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে দামাস্কাসেও! সিরিয়ায় গত ৪৮ ঘণ্টায় ২৫০ হামলা ইজ়রায়েলের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ ডিসেম্বরঃ সিরিয়ায় বাশার আল-আসাদের পতন হওয়ার পর থেকেই গোলান মালভূমি ‘দখল’ করার চেষ্টা শুরু করেছে ইজ়রায়েল। এ বার কি সিরিয়ার রাজধানী দামাস্কাসেও আকাশপথে হামলা চালাতে শুরু করল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ? সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার দামাস্কাসে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিবিসি জানিয়েছে, সিরিয়ার কিছু সংবাদমাধ্যম দাবি করছে, ইজ়রায়েলি যুদ্ধবিমান দামাস্কাস-সহ বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। যদিও দামাস্কাসে হামলার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইজ়রায়েল।

বাশারের পতনের পর সিরিয়ার উপর হামলা শুরু করায় আন্তর্জাতিক মঞ্চেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইজ়রায়েলকে। যদিও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে নেতানিয়াহুর ইজ়রায়েল। সিরিয়ায় আকাশপথে হামলাকে ‘সীমিত এবং সাময়িক’ বলে ব্যাখ্যা করেছে ইজ়রায়েল। নিজেদের নাগরিকদের রক্ষা করতেই এই পদক্ষেপ বলে দাবি তাদের। গৃহযুদ্ধে ধ্বস্ত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলির অভ্যন্তরীণ সংঘাতে তাদের কোনও যোগ নেই বলে দাবি নেতানিয়াহুর প্রশাসনের।

সংবাদ সংস্থা এএফপি সিরিয়ায় কর্মরত ব্রিটেনের এক মানবাধিকার সংগঠনের তথ্য তুলে ধরে জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার ভূখণ্ডে আকাশপথে অন্তত ২৫০টি হামলা চালিয়েছে ইজ়রায়েল। ওই প্রতিবেদন অনুসারে, সিরিয়ার সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ বেশির ভাগ অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে ইজ়রায়েল। অভিযোগ, সিরিয়ার বেশ কিছু বিমানবন্দরেও হামলা হয়েছে।

১৯৬৭ সালের যুদ্ধে ইজ়রায়েলের কাছে পরাস্ত হয় মিশর, সিরিয়া এবং জর্ডনের মিলিত বাহিনী। ওই সময়ে সিরিয়ার গোলান মালভূমি চলে যায় ইজ়রায়েলের দখলে। পরবর্তী সময়ে অধিকৃত গোলান মালভূমির অনেকটাই প্রতিবেশী দেশকে ফিরিয়ে দেয় ইজ়রায়েল। তবে গোলান মালভূমির একটা অংশ নিজেদের দখলে রেখে দেয় তারা। সেখানে তৈরি করা হয় বাফার জ়োন। আমেরিকা ছাড়া দুনিয়ার অধিকাংশ দেশই আংশিক দখলে থাকা গোলান মালভূমিকে ইজ়রায়েলের অংশ বলে মান্যতা দেয়নি।

এ বার বাশারের পতন হতেই আবার সিরিয়ায় হামলা শুরু করেছে ইজ়রায়েল। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুসারে, সোমবারই নেতানিয়াহু গোলান মালভূমিকে ইজ়রায়েলের অংশ বলে দাবি করেছেন। এই পরিস্থিতিতে ইজ়রায়েলের হামলাকে গোলান মালভূমিতে পুনরায় ‘দখল’ পাওয়ার চেষ্টা বলে মনে করছেন অনেকে। যদিও ইজ়রায়েলের দাবি, নিজেদের নিরাপত্তার জন্যই তারা ওই ‘সীমিত এবং সাময়িক’ হামলা চালাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য