স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ নভেম্বর: মস্কো ও ওয়াশিংটনের রাষ্ট্রনেতাদের মধ্যকার হটলাইন (ফোনে সরাসরি যোগাযোগের মাধ্যম) এখন আর চালু নেই। রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ আজ বুধবার রুশ সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানান।তখন স্নায়যুদ্ধের উত্তেজনা তুঙ্গে, ১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্রসংকট চলাকালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (এখন রাশিয়া) রাষ্ট্রনেতাদের মধ্যে সরাসরি কথা বলার জন্য হটলাইন চালু করা হয়েছিল।
পরের বছরের ৩০ আগস্ট দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা প্রথমবার এতে কথা বলেন। পরবর্তী সময়েও বিভিন্ন সময় এ হটলাইন সক্রিয় থাকার কথা জানা যায়। স্নায়ুযুদ্ধকালে সেই হটলাইন এখন আর সক্রিয় নেই। হটলাইন চালু থাকা না থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘না, এখন দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে একটি বিশেষ ও আরও সুরক্ষিত যোগাযোগমাধ্যম চালু আছে। এতে ভিডিও কনফারেন্সে কথা বলার সুযোগ রয়েছে।’ক্রেমলিনের দাপ্তরিক ওয়েবসাইটের তথ্য, সর্বশেষ ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে কথা বলেছেন।