Wednesday, November 20, 2024
বাড়িবিশ্ব সংবাদপরমাণু বোমা হামলা থেকে বাচঁতে ভ্রাম্যমান আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

পরমাণু বোমা হামলা থেকে বাচঁতে ভ্রাম্যমান আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ নভেম্বর: রাশিয়া পারমাণবিক বোমা হামলার শকওয়েভ ও তেজস্ক্রিয়তাসহ নানা ধরনের হুমকি থেকে রক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে।দেশটির জরুরি মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘কেইউবি–এম’ নামের এসব আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে ৪৮ ঘণ্টার জন্য সুরক্ষা দিতে পারে।বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাবসহ এরকম নানা দুর্ঘটনা এবং বিপর্যয় থেকে রক্ষা করবে এই ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র।

“কেইউবি-এম” দেখতে একটি জাহাজের শিপিং কন্টেইনারের মতো। দুটি কক্ষ রয়েছে। একটিতে ৫৪ জনের মত আশ্রয় নিতে পারবে, অন্যটি নিয়ন্ত্রণ কক্ষ। তবে প্রয়োজনে আরও মডিউল যুক্ত করা হতে পারে বলে জানিয়েছে ইনস্টিটিউট।এই আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শুরুর সঙ্গে বর্তমান কোনও সংকটের সম্পর্ক নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।তবে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেইনকে রাশিয়ার ভূখন্ডের গভীরে হামলা চালানোর জন্য দেশটিকে দেওয়া দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।

বাইডেনের এ সিদ্ধান্তকে বেপরোয়া আখ্যা দিয়ে রাশিয়া বলেছে, মস্কো এর কঠিন জবাব দেবে।গবেষণা ইনস্টিটিউটটি বলছে, “ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র একটি বহুমুখী কাজের জন্য ব্যবহারের উপযোগী করে নির্মান করা হচ্ছে। এটি প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্যসৃষ্ট দুর্ঘটনাসহ বিভিন্ন হুমকি থেকে মানুষকে সুরক্ষা প্রদান করবে।”গবেষণা ইনস্টিটিউট এটিকে “নাগরিকদের সুরক্ষার উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে অভিহিত করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য