স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ নভেম্বর: জিততে না পারলেও জেহসনের ওই গোলে একটি পয়েন্ট অন্তত পেয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।ব্রাজিলের সালভাদোরে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫তম মিনিটে ফেদে ভালভের্দের দারুণ গোল এগিয়ে নেয় উরুগুরুয়েকে। সাত মিনিট পর বক্সের মাথা থেকে বাঁ পায়ের নান্দনিক ভলিতে বল জালে জড়ান জেহসন।এরপর আরও কয়েকবার গোলের সম্ভাবনা জাগিয়েছিল ব্রাজিল। কিন্তু কাজে লাগাতে পারেননি কেউ। ম্যাচ শেষে তাই মন খারাপের গল্পই শোনালেন জেহসন।
“সত্যি বলতে, নিজের গোলের সঙ্গে দলের জয় অদলবদল করা সম্ভব হলে সেটিই করতাম।”তবে পিছিয়ে পড়ার পর ম্যাচ ড্র করতে পারায় খানিকটা স্বস্তিও আছে ফ্ল্যামেঙ্গোর এই মিডফিল্ডারের।“আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। আমরা জিততেই চেয়েছিলাম, তবে গোল হজম করে পিছিয়ে পড়ি। ভালো লাগছে যে, পরে সমতা ফেরাতে পেরেছি।”এই ম্যাচের পর ২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে, ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে ব্রাজিল। উন্নতির তাড়না তাই অনুভব করছেন জেহসন।
আগাম মার্চের আগে বাছাইপর্বের খেলা আপাতত নেই। এই কয়েকমাসে নিজেদের আরও শাণিত করে তুলতে চান ২৭ বছর বয়সী এই ফুটবলার।“আমাদেরকে স্রেফ নিজ নিজ ক্লাবে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আগামী বছর যখন আন্তর্জাতিক ম্যাচের সময় আসবে আবার, তখন নিজেদের মেলে ধরতে হবে। কাজ চালিয়ে যেতে হবে আমাদের এবং নিজেদের প্রক্রিয়ায় আস্থা রাখতে হবে।”এ দিনই অন্য ম্যাচে পেরুকে হারিয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা থেকে সরাসরি ছয়টি দল পৌঁছে যাবে ৪৮ দলের আগামী বিশ্বকাপে।