Thursday, November 21, 2024
বাড়িবিশ্ব সংবাদবৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গণমাধ্যম শাখার প্রধান নিহত

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গণমাধ্যম শাখার প্রধান নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ নভেম্বর:  লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গণমাধ্যম সম্পর্কিত বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।রোববার রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান থেকে চালানো বোমা হামলায় আফিফ নিহত হয়েছেন বলে হিজবুল্লাহ নিশ্চিত করেছে।রয়টার্স বলছে, পরিষ্কার সামরিক ভূমিকা নেই হিজবুল্লাহর এমন জ্যেষ্ঠ কর্মকর্তাদের ইসরায়েলের আঘাত হানার ঘটনা বিরল আর ইহুদি রাষ্ট্রটি অধিকাংশ সময় হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাংশের এলাকাগুলোকে লক্ষ্যস্থল করে এসেছে।

রোববার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা আফিফকে ‘নির্মূল’ করেছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।রাতে ইসরায়েলি বাহিনী বৈরুতের কেন্দ্রস্থলের মার ইলিয়াস স্ট্রিটে আরেকটি হামলা চালিয়েছে বলে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পৃথক এ হামলায় অন্তত দুইজন নিহত ও আরও ২২ জন আহত হয়েছেন।গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পরদিন থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। ফিলিস্তিনি মিত্র গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানাতে তারা এ হামলা শুরু করে বলে জানিয়েছে। ৮ অক্টোবর, ২০২৩ থেকে হিজবুল্লাহ আক্রমণ চালানোর পর থেকে ইসরায়েলের সঙ্গে তাদের নিয়মিত হামলা, পাল্টা হামলা চলে আসছে।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলোতে হামলা জোরদার করে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তারা লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে এবং বৈরুতে হিজবুল্লাহর শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণাংশের এলাকাগুলোতে ব্যাপক বিমান হামলা শুরু করে। অক্টোবর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে শুরু করে স্থল অভিযান।রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরের বেশি সময়ে লেবাননে ইসরায়েলি হামলায় ৩৮৪১ জন নিহত ও প্রায় ১৫ হাজারের মতো আহত হয়েছেন। তবে এদের মধ্যে যোদ্ধা ও বেসামরিক কতোজন তা আলাদাভাবে উল্লেখ করেনি তারা।ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় তাদের পক্ষেও সেনা ও বেসামরিকসহ বহু মানুষ নিহত হয়েছেন।ফিলিস্তিনি ছিটমহল গাজায় চলা ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক আর তাদের উল্লেখযোগ্য একটি অংশ নারী ও শিশু।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য