Tuesday, December 3, 2024
বাড়িবিশ্ব সংবাদফিলাডেলফিয়ায় হ্যারিস, মিশিগানে ট্রাম্পের শেষ নির্বাচনি প্রচারণা

ফিলাডেলফিয়ায় হ্যারিস, মিশিগানে ট্রাম্পের শেষ নির্বাচনি প্রচারণা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ নভেম্বর: সবগুলো জনমত জরিপে ব্যতিক্রমীভাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আসা প্রেসিডেন্ট নির্বাচনের শেষ প্রচারণা ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে চালিয়েছেন এগিয়ে থাকা দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প।সোমবার হ্যারিস শেষ প্রচারণা চালিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যে হিসেবে বিবেচিত পেনসিলভেইনিয়ায় আর তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প প্রচারণা শেষ করেছেন মিশিগান অঙ্গরাজ্য সফরের মধ্যদিয়ে।

পুরো নির্বাচনি প্রচারণায় ট্রাম্প দুইবার হত্যা প্রচেষ্টার মুখে পড়েছিলেন এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। আর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রেসিডেন্ট জো বাইডেন (৮১) পুনর্নির্বাচনের প্রচেষ্টা বাদ দেওয়ার পর ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন।বিশ্লেষণী প্রতিষ্ঠান অ্যাডইমপ্যাক্টের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্চে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে ভোটারদের মন গলাতে এ পর্যন্ত ২৬০ কোটি ডলারেরও বেশি ব্যয় করা হয়েছে।

প্রায় সবগুলো জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প (৭৮) ও হ্যারিস (৬০) প্রায় সমান জনসমর্থন নিয়ে নির্বাচনে মোকাবেলা করছেন।রয়টার্স বলছে, মঙ্গলবার ভোট গ্রহণ শেষ হওয়ার পর কয়েকদিনের মধ্যে কে জয়ী হলেন তা নাও জানা যেতে পারে। ইতোমধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যে কোনো পরাজয়ের বিরুদ্ধে লড়াই করার উদ্যোগ নেবেন তিনি; ২০২০ সালের নির্বাচনেও এমনটি করেছিলেন তিনি।নির্বাচন পূর্ব জরিপগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের আভাসের মধ্যে উভয় প্রার্থী জয়ের আশা করছেন।

ভোটের আগের দিন সোমবার হ্যারিস পেনসিলভেইনিয়া অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন। ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোর মধ্যে এই পেনসিলভেইনিয়ার ইলেকটোরাল কলেজ ভোট সবচেয়ে বেশি। নির্বাচনের ফলাফলে এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজের ভোট বড় ধরনের প্রভাব রাখবে বলে মনে করা হচ্ছে।ট্রাম্প শেষ দিনের প্রচারণা চালিয়েছেন নর্থ ক্যারোলাইনা ও মিশিগানে। সোমবার প্রায় সারাদিনই তিনি ওই দুই অঙ্গরাজ্যে ছিলেন। সেখান থেকে তার ফ্লোরিডার পাম বিচের বাড়িতে ফিরে মঙ্গলবার ভোট দিয়ে নির্বাচনের ফলের জন্য অপেক্ষা করার কথা রয়েছে।পেনসিলভেইনিয়ায় প্রচারণায় হ্যারিসের সঙ্গে লেডি গাগা ও অপরাহ উইনফ্রের মতো তারকারা যোগ দিয়েছিলেন। হ্যারিস মঙ্গলবার ভোট দেওয়ার পাশাপাশি দিনভার রেডিওতে সাক্ষাৎকার দিয়ে কাটাবেন বলে জানা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য