Saturday, January 25, 2025
বাড়িখেলাচার বছর পর ফিরে পাঁচ মিনিটের মধ্যে হলুদ কার্ড

চার বছর পর ফিরে পাঁচ মিনিটের মধ্যে হলুদ কার্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ নভেম্বর: সেরি আয় সোমবার জেনোয়ার হয়ে পার্মার বিপক্ষে ম্যাচের ৮৬তম মিনিটে মাঠে নামানো হয় বালোতেল্লিকে। একটু পরই ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।তার দল অবশ্য স্বস্তির জয় পেয়েছে এই ম্যাচে। ৭৯তম মিনিটে আন্দ্রেয়া পিনামন্তির গোলে জিতেছে জেনোয়া।এই জয়ে পয়েন্ট তালিকার একদম তলানি থেকে ১৭তম স্থানে উঠে এসেছে তারা। পার্মা আছে ১৫ নম্বরে।

এই ম্যাচ দিয়ে চার বছর পর সেরি আয় ফিরলেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। বেশ কিছুদিন ক্লাববিহীন থাকার পর গত সপ্তাহে তিনি নাম লেখান জেনোয়ায়।সেরি আয় একসময় ইন্টার মিলান, এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি। ইন্টারের হয়ে সেরি আ জিতেছেন তিনবার, স্বাদ পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। ২০০৯-১০ মৌসুমে হোসে মরিনিয়োর ট্রেবলজয়ী দলের অংশও ছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির স্মরণীয় শিরোপা জয়ী দলেও ছিলেন এই ফরোয়ার্ড।

কিছু চোট আর প্রচুর বিতর্কের জড়ানোর কারণে সম্ভাবনাময় ক্যারিয়ারকে পূর্ণতা দিতে পারেননি তিনি। তুমুল প্রতিভাবান হয়েও বারবার তিনি খবরের শিরোণাম হয়েছেন ভুল কারণে। ইন্টার ও সিটির পর এসি মিলান, লিভারপুল হয়ে ফ্রান্সে পাড়ি জমিয়ে তিনি খেলেন নিস ও অলিম্পিক মার্সেইয়ে। তবে থিতু হতে পারেননি কোনো ক্লাবেই।এবারের আগে শেষবার তিনি সেরি আয় খেলেছেন ব্রেসসিয়ার হয়ে। পরে মোন্সার হয়ে দ্বিতীয় বিভাগেও খেলতে হয় তাকে। সবশেষ তিনি ছিলেন তুরস্কের ক্লাব আদানা দেমির্সপোরে। শেষবেলায় আবার ফিরলেন সেরি আয়। তবে খুব সুখকর হলো না শুরুটা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য