Sunday, January 26, 2025
বাড়িখেলারেয়াল মাদ্রিদকে ভয় পায় না এসি মিলান

রেয়াল মাদ্রিদকে ভয় পায় না এসি মিলান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ নভেম্বর: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউতে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এসি মিলান।বর্তমান বাস্তবতা যেমনই হোক, ঐতিহ্যের ধারেভারে কম যায় মিলান। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় একসময় রেয়ালের কাছাকাছিই ছিল তারা।২০০৭ সালে মিলান যখন সপ্তম শিরোপা জয় করে, রেয়ালের তখন ট্রফি ৯টি। কিন্তু গত ১০ বছরে ছয়বার চ্যাম্পিয়ন হয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে রেয়াল। মিলান এখনও দুইয়ে, তবে তাদের শিরোপা পড়ে আছে সেই সাতটিতেই।

শক্তি-সামর্থ্যে এখন রেয়াল অনেক এগিয়ে। এই মৌসুমে মিলানের ফর্মও খুব ভালো নয়। সেরি আয় ১০ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় তারা আছে সাত নম্বরে।তবে ম্যাচের আগের দিন ফন্সেকা সাফ জানিয়ে দিলেন, ভড়কে যাচ্ছেন না তারা। জয়ী মানসিকতায় দলকে মাঠে নামাতে চান মিলান কোচ।“আমরা এমন একটি দলের বিপক্ষে খেলছি, যারা প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামে এবং আমাদের জন্য এটি বড় সুযোগ ভিন্ন মাত্রা গড়ে তোলার। কোনোকিছুর ভয় ছাড়া মাঠে নামতে হবে আমাদের, সাহস রাখতে হবে। কারণ আমরা বিশ্বাস করি, দারুণ ম্যাচ খেলতে পারি আমরা এবং দারুণ কিছু করতে পারি।”

“আমি সবসময়ই দলের ভেতর জয়ের তাড়না দেখতে চাই এবং এই ম্যাচও ভিন্ন নয়। রেয়াল মাদ্রিদ দারুণ এক দল, তবে আমরা শুধু জয়ের ভাবনাতেই মাঠে নামব। এরপর যা হওয়ার হতে পারে, কিন্তু মানসিকতা দেখাতে হবে।”রেয়ালের মতো দলকে হারাতে পারলে গোটা বিশ্বের নজর কাড়া যাবে, দলকে সেই প্রেরণাও জোগালেন মিলান কোচ।“এই ধরনের ম্যাচ জিততে হলে, রক্ষণে ভালো করতে হবে আমাদের, বলের নিয়ন্ত্রণ রাখতে হবে বেশি এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে হবে (প্রতিপক্ষের জন্য)।”

“রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ মানে গোটা বিশ্বকে নিজেদের মান দেখিয়ে দেওয়ার সুযোগ এবং প্রমাণ করার সুযোগ যে, আমরা গড়ে উঠছি।”কিছুদিন আগে লা লিগায় বার্সেলোনার কাছে রেয়াল মাদ্রিদের ৪-০ গোলে হারের ম্যাচটি গোটা দল নিয়ে দেখেছেন ফন্সেকা। সেই ম্যাচ থেকে কিছু পর্যবেক্ষণও তার আছে। ফুটবল অনুসারীদের জন্য উপভোগ্য লড়াই উপহার দেওয়ার প্রত্যয় জানালেন মিলানের পর্তুগিজ কোচ।

“ডার্বি ম্যাচটি দেখেছি, এটা না দেখা তো অসম্ভব। তারা এমন দল, যাদেরকে দেখতে পছন্দ করি আমি এবং খুব মনোযোগ দিয়ে তাদের খেলা অনুসরণ করি। বার্সেলোনার চেয়ে আমরা ভিন্ন দল। তবে তাদের বিপক্ষে রেয়াল মাদ্রিদের খেলার ধরনটা উল্লেখযোগ্য ছিল, কারণ বার্সার রক্ষণের ধরন অনেকটা আমাদের মতোই। গোটা দলকে ম্যাচটি দেখিয়েছি আমরা।”“মঙ্গলবারের ম্যাচটিতে লড়বে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দুই দল। এই মহাদেশে অনেক ম্যাচই বেশ বড় ম্যাচ, তবে এই লড়াইটি অবশ্যই বিশেষ কিছু। এমন দুটি দলের লড়াই, যারা আকর্ষণীয়। ফুটবল যারা উপভোগ করে, তাদের জন্য ভালো একটি ম্যাচ উপহার দেওয়ার আশা করছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য