Friday, December 6, 2024
বাড়িবিশ্ব সংবাদব্রাজিলে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই কর্মকর্তার কয়েক দশকের কারাদণ্ড

ব্রাজিলে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই কর্মকর্তার কয়েক দশকের কারাদণ্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ নভেম্বর: ব্রাজিলে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে কয়েক দশকের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।২০১৮ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো সিটি কাউন্সিলের সদস্য মেরিয়েল ফ্রাঙ্কো ও তাঁর গাড়িচালককে হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।কারাদণ্ড পাওয়া দুজন হলেন রনি লেসা ও এলসিও ডি কুইরোজ। প্রসিকিউটরদের সঙ্গে একটি চুক্তির আওতায় তাঁরা আদালতে দোষ স্বীকার করেছিলেন।২০১৮ সালের ১৪ মার্চ ফ্রাঙ্কো ও তাঁর গাড়িচালক অ্যান্ডারসন গোমসকে গাড়িতে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার দায়ে রনি লেসাকে ৭৮ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এলসিও ডি কুইরোজকে দেওয়া হয়েছে ৫৯ বছর ৮ মাসের কারাদণ্ড।

ব্রাজিলের সোশ্যালিজম অ্যান্ড লিবার্টি পার্টির একজন উদীয়মান রাজনীতিক ছিলেন ফ্রাঙ্কো। রিও ডি জেনিরোর একটি দারিদ্র্যপীড়িত এলাকায় জন্ম নেওয়া এই কৃষ্ণাঙ্গ রাজনীতিক মাত্র ৩৮ বছর বয়সে নিহত হন। তাঁর মৃত্যু দেশব্যাপী বিক্ষোভের জন্ম দিয়েছিল।ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রী বলেছেন, দরিদ্রদের জন্য আবাসন তৈরির পরিকল্পনা ছিল ফ্রাঙ্কোর। তাঁর এই পরিকল্পনা শক্তিশালী কোনো পক্ষের স্বার্থের বিরোধী ছিল।রায় ঘোষণার পর মেরিয়েল ফ্রাঙ্কোর বোন অ্যানিয়েল ফ্রাঙ্কো বলেন, ন্যায়বিচার হয়েছে।

ব্রাজিলের জাতিগত সমতাবিষয়ক মন্ত্রী অ্যানিয়েল ফ্রাঙ্কো আরও বলেন, ন্যায়বিচার হয়েছে ঠিকই, কিন্তু তাঁর ভাই কখনো ফিরে আসবেন না। এই শূন্যতা কখনোই পূরণ হবে না।হামলার পরিকল্পনা ও নির্দেশের জন্য অন্য তিন ব্যক্তি বর্তমানে তদন্তের আওতায় রয়েছেন।আদালতের সরকারি কৌঁসুলি (প্রসিকিউটর) এডুয়ার্দো মার্টিনস সাংবাদিকদের বলেছেন, বিধি অনুসারে সাজাপ্রাপ্ত সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে মোট ৩০ বছর জেলে থাকতে হবে।বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। তবে সাজা ঘোষণার পর দুই আসামির আইনজীবীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য