Friday, November 22, 2024
বাড়িবিশ্ব সংবাদমেক্সিকোয় ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোয় ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ অক্টোবর: মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্য ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।তাদের মধ্যে একজনকে বুধবার বিকেলে কোলিমা রাজ্যে গুলি করে হত্যা করা হয় বলে রয়টার্সকে নিশ্চিত করে জানিয়েছে রাজ্যটির শীর্ষ আইন কর্মকর্তার দপ্তর।তার নাম পাত্রিসিয়া রামিরেজ। তিনি পাতি বুমবুরি ডাকনামেও পরিচিত ছিলেন এবং একজন বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন, জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ।

মেক্সিকোতে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আততায়ীর গুলিতে নিহত হওয়া দ্বিতীয় সাংবাদিক তিনি। এর আগে মঙ্গলবার গভীর রাতে একটি অনলাইন সংবাদপত্রের প্রধানকে গুলি করে হত্যা করা হয়।সাংবাদিকদের জন্য অন্যতম প্রাণঘাতী দেশ হিসেবে মেক্সিকো প্রেস ফ্রিডম গ্রুপের তালিকায় স্থান পেয়েছে।চলতি মাসের শুরুতে ক্লাউদিয়া শেইনবাউম মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এগুলোই প্রথম সাংবাদিক হত্যার ঘটনা। শেইনবাউম অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় জানিয়েছেন।অনলাইন সংবাদপত্রের প্রধান মাউরিসিও ক্রুজকে হত্যা করা হয় পশ্চিমাঞ্চলের সহিংসতা কবলিত রাজ্য মিচোয়াকানের উরুয়াপান শহরে, জানিয়েছে রাজ্যটির শীর্ষ আইন কর্মকর্তার দপ্তর। এখানে ওই গুলিবর্ষণের ঘটনায় আরও একজন আহত হয়েছেন কিন্তু আইন কর্মকর্তারা দপ্তর তার নাম জানায়নি।

উরুয়াপান শহরটি বহু রোমহর্ষক অপরাধের জন্য পরিচিত। এখানে মাদক কারবারের সঙ্গে জড়িত অপরাধী দলগুলোর মধ্যে প্রায়ই প্রাণঘাতী সহিংসতার ঘটনা ঘটে, আইন প্রয়োগকারীদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় তারা। এসব ঘটনায় গুলিতে মৃত্যুর পাশাপাশি শিরশ্ছেদের মতো ঘটনাও ঘটায় সংঘবদ্ধ অপরাধীরা।নিহত ক্রুজের সংবাদ মাধ্যম মিনুতোএকিসমিনুতো মিচোয়াকান তাদের ফেইসবুক পেইজে মৃত্যুর কয়েক মিনিট আগে ধারণ করা এই সাংবাদিকের একটি ভিডিও পোস্ট করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য