Saturday, March 22, 2025
বাড়িবিশ্ব সংবাদতিনি হিটলার নন: স্বামী ট্রাম্পের প্রসঙ্গে মেলানিয়া

তিনি হিটলার নন: স্বামী ট্রাম্পের প্রসঙ্গে মেলানিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ অক্টোবর: ডোনাল্ড ট্রাম্প ‘ফ্যাসিবাদী’, তিনি অ্যাডলফ হিটলারকে ‘পছন্দ করতেন’—এমন অভিযোগ ওঠার পর সমালোচকদের আক্রমণের মুখে স্বামীর পক্ষে এগিয়ে এসেছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর স্বামী ‘হিটলার নন’ এবং তাঁকে (ট্রাম্পকে) হিটলারের সঙ্গে তুলনা করা ‘ভয়ানক’।ট্রাম্পের আমলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা জন কেলি সম্প্রতি বলেছেন, তাঁর সাবেক বস (ট্রাম্প) তাঁকে বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন। তিনি অ্যাডলফ হিটলারের মতো কয়েকজন জেনারেল চান।’

এ নিয়ে সমালোচনার মুখে গত সোমবার এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছেন, ‘আমি নাৎসি নই। আমি নাৎসিদের বিপক্ষে।’পরদিন মঙ্গলবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া এ বিষয়ে স্বামীর পক্ষ নিয়ে বলেন, ‘তিনি হিটলার নন এবং তাঁর সব সমর্থক তাঁর পেছনে আছেন, কারণ তাঁরা দেশকে সফল দেখতে চান।’সাক্ষাৎকারে মেলানিয়া আরও বলেন, নারীদের গর্ভপাতের অধিকারের পক্ষে তিনি যে সমর্থন জানিয়েছেন, তাতে তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘খুব একটা অবাক হননি’।

২০২২ সালের জুনে সুপ্রিম কোর্টের একটি রায় যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকারের বিপক্ষে যায়। সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিদের মধ্যে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠ এবং তাঁদের কয়েকজন ট্রাম্পের আমলে নিয়োগ পেয়েছেন।মেলানিয়া তাঁর স্মৃতিকথায় গর্ভপাতের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন।এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে।মেলানিয়া বলেন, ‘আমার স্বামী আমাদের দেখা হওয়ার প্রথম দিন থেকেই আমার অবস্থান, আমার বিশ্বাস সম্পর্কে জানেন। তাই এটা তাঁর জন্য খুব একটা বিস্ময়ের ছিল না। তিনি এটা সম্পর্কে জানতেন।’এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মেলানিয়াকে খুব একটা দেখা যাচ্ছে না। তবে তিনি স্বামীকে শুভকামনা জানাতে এবং তাঁর নিরাপত্তা কামনা করতে ভোলেননি বলেও জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য