Tuesday, May 20, 2025
বাড়িবিশ্ব সংবাদইসরায়েলের হামলাকে বাড়িয়ে বা খাটো করে দেখা হবে না: খামেনি

ইসরায়েলের হামলাকে বাড়িয়ে বা খাটো করে দেখা হবে না: খামেনি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েলের হামলাকে বাড়িয়ে কিংবা খাটো করে দেখা হবে না।ইসরায়েলের এ হামলাকে ‘ভুল হিসাব-নিকাশ’ অভিহিত করে তিনি বলেন, “দুই রাত আগে ইহুদিদের চালানো এ হামলাকে বাড়িয়ে বা খাটো করে দেখা যেতে পারে না।”শনিবার ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।

ইহুদি দেশটি প্রায় ১০০ যুদ্ধবিমান ব্যবহার করে এ হামলা চালানোর দাবি করলেও ইরান চার সেনা নিহতের পাশাপাশি ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে। তবে ইসরায়েল বলছে, তারা ইরানের সামরিক নিশানায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, খামেনি রোববার বলেছেন- “ইরানকে নিয়ে ভুল হিসাব নিকাশ করেছে ইসরায়েল। সেটি ইরানকে শুধরে দিতেই হবে।“তারা (ইসরায়েল) ইরানকে জানে না। তারা এখনও ইরানি জাতির শক্তি, ক্ষমতা, উদ্যোগ এবং ইচ্ছাশক্তিকে ঠিকমত বুঝতে পারেনি। আমাদেরকে সেটি তাদেরকে বুঝিতে দিতে হবে,” বলেন তিনি।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি জঙ্গি বিমানগুলো তেহরানের কাছে ও ইরানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সামরিক এলাকায় আঘাত হেনেছে।ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেই হামলার প্রতিশোধ নিতেই শনিবার ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!