স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর: লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে দুই কর্মকর্তাসহ পাঁচ ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন।শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লেবাননের এক গ্রামে এ লড়াইয়ে আরও ১৪ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক বলে রোববার জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ।এ লড়াইয়ে তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি আইডিএফের। ইসরায়েলের নিহত সেনাদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত মেজর ও একজন ক্যাপ্টেন রয়েছেন।
আইডিএফ আরও জানিয়েছে, রোববার গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে গুরুতর আহত হওয়া এক সেনা পরে মারা গেছেন।৩০ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ৩৭ সেনা নিহত হল। আর গত এক সপ্তাহে গাজা ও লেবাননে ইসরায়েলের ২৪ জন সেনা নিহত হয়েছেন বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে।গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পরদিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে রকেট হামলা চালাতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গত মাসের শেষ দিকে থেকে ইসরায়েল লেবাননের তীব্র বিমান হামলায় চালিয়ে হামাসের নেতৃত্বকে প্রায় ধ্বংস করে দেয়। এরপর তারা লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে।২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা শুরু করার পর থেকে দেশটিতে এ পর্যন্ত ১৬১৫ জন নিহত হয়েছেন যাদের অধিাকংশই বেসামরিক। সরকারি এ হিসাবের বাইরে আরও বহুজন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হয়।