Friday, April 25, 2025
বাড়িবিশ্ব সংবাদজাতিসংঘ মহাসচিবের ইউক্রেইন সফরে জেলেনস্কির ‘না’

জাতিসংঘ মহাসচিবের ইউক্রেইন সফরে জেলেনস্কির ‘না’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ অক্টোবর: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কিইভ সফরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসি-কে একথা জানিয়েছেন।চলতি সপ্তাহে রাশিয়ার কাজানে আয়োজিত ব্রিকস সম্মেলনে আন্তোনিও গুতেরেস অংশ নেওয়ার কারণে জেলেনস্কি তাকে কিইভ সফর করতে মানা করলেন।জেলেনস্কির কার্যালয়ের কর্মকর্তা বলেন, “গুতেরেস রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে উপস্থিত হয়ে যুদ্ধ উস্কে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেছেন, আগ্রাসক দেশের মাটিতে তিনি দিন কাটিয়েছেন। এরপর তাকে ইউক্রেইনে অভ্যর্থনা জানালে তা আজব দেখাবে।”

রাশিয়া ২০২২ সালে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে। সেই দেশে গুতেরেসের সফর নিয়ে ইউক্রেইন হতাশ।গুতেরেস তার রাশিয়া সফরের সময় ইউক্রেইনে ‘ন্যায়সঙ্গত শান্তির’ আহ্বান জানিয়েছিলেন এবং পুতিনকে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছিলেন, ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।তবে গুতেরেসের কাজান সফরের আগে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, “এটি ভুল সিদ্ধান্ত। এতে শান্তি প্রচেষ্টা এগিয়ে যাবে না। এতে কেবল জাতিসংঘের সুনাম নষ্ট হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “জাতিসংঘ মহাসচিব সুইজারল্যান্ডে প্রথম বিশ্ব শান্তি সম্মেলনের আমন্ত্রণ গ্রহণ করেননি। কিন্তু তিনি যুদ্ধাপরাধী পুতিনের কাজান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।”ইউক্রেইনের উদ্যোগে জুনে সুইজারল্যান্ডে আয়োজিত ওই সম্মেলনে ৯০ টির বেশি দেশ যোগ দিয়েছিল। সেখানে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো হয় এবং যুদ্ধ শেষের জন্য একটি শান্তি প্রস্তাব দেওয়া হয়।রাশিয়া সেই সম্মেলনে আমন্ত্রিত ছিল না। তারা এই সম্মেলনকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছিল। আর ২০২৩ সালে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) ইউক্রেইনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য