Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদকমলার সমর্থনে জর্জিয়ার সমাবেশে ওবামা, আগাম ভোট দেওয়ার আহ্বান

কমলার সমর্থনে জর্জিয়ার সমাবেশে ওবামা, আগাম ভোট দেওয়ার আহ্বান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ অক্টোবর: যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানাতে বিশাল সমাবেশে বেশ কয়েকজন তারকা শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা।রয়টার্স লিখেছে, কমলা হ্যারিসের সমর্থনে বৃহস্পতিবার ব্যাটলগ্রাউন্ড রাজ্য জর্জিয়ায় হাজার হাজার লোকের সমাবেশে অংশ নেন ওবামা।২০২৪ সালের নির্বাচনে জর্জিয়াকে অন্যতম দোদুল্যমান রাজ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ বিজয়ী নির্ধারণে সহায়তা করতে পারে এমন রাজ্যের মধ্যে জর্জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ।

সেখানকার সমর্থকদের ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ী করতে দ্রুত আগাম ভোট দেওয়ার আহ্বান জানান কমলা হ্যারিস। পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন তিনি।কমলা হ্যারিস বলেন, “ডনাল্ড ট্রাম্পের কারণে এক দশক ধরে আমাদের রাজনীতিতে যে ভয় ও বিভাজন সৃষ্টি হয়েছে। দেশকে রক্ষা করার সুযোগ আমাদের সামনে রয়েছে। দয়া করে তাড়াতাড়ি ভোট দিন।”গত ১৫ অক্টোবর সকাল থেকে জর্জিয়াতে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটগ্রহণ চলবে ১ নভেম্বর পর্যন্ত।

কমলা হ্যারিসের পক্ষে একাধিক দোদুল্যমান রাজ্যে প্রচার চালানো ওবামা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন।তিনি বলেন, “সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেকে ছাড়া আর কারও কথা ভাবেন না।”কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের খুব জনপ্রিয় রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডসে সমর্থকদের নিজ হাতে ফ্রেঞ্চ ফ্রাই পরিবেশন করে ট্রাম্প নির্বাচনি প্রচার চালান।মূলত, ক্যালিফোর্নিয়ায় কলেজ জীবনে ফাস্টফুডের একটি রেস্তোরাঁয় কাজ করেছেন দাবি করা হ্যারিসকে দেখাতেই ট্রাম্প ম্যাকডোনাল্ডসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের দাবি, “কমলা হ্যারিস কখনো সেখানে কাজ করেননি, কারণ তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।”সেদিনের প্রসঙ্গ টেনে সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, “হ্যারিস আসলে তার জীবনের শুরুর দিকে ফাস্ট ফুড চেইনে কাজ করেছেন। কলেজে পড়ার সময় নিজের খরচ বহন ম্যাকডোনাল্ডসে কাজ করতেন তিনি।”কমলা হ্যারিসের প্রচার শিবির জানিয়েছে, জর্জিয়ার সমাবেশে প্রায় ২০ হাজার লোক অংশ নিয়েছিল। সেপ্টেম্বরের শুরুতে নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোতের সমাবেশের পরে এটাই এখন পর্যন্ত তার বৃহত্তম রাজনৈতিক সমাবেশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য