স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ অক্টোবর: আমেরিকান ব্যবসায়ী ও ফ্যাশন জায়ান্ট অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ (এঅ্যান্ডএফ)-এর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক জেফ্রিস এবং তার ব্রিটিশ পার্টনার গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে যৌন শোষণের উদ্দেশ্যে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।জেফ্রিস, তার পার্টনার স্মিথ এবং তাদের দালাল হিসাবে অভিযুক্ত ব্যক্তিকেও মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এবং কৌসুলির কার্যালয় একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাবে বলে জানিয়েছে বিবিসি।জেফ্রিস এবং স্মিথের আইনজীবীরা উভয়ই এর আগে তাদের মক্কেলদের ভুল কোনও কিছু করার কথা অস্বীকার করেছেন।এখন তাদের বিরুদ্ধে অভিযোগ আনার খবরের প্রতিক্রিয়ায় জেফ্রিসের আইনজীবী বিবিসি-কে বলেন, “আমরা অভিযোগনামা প্রকাশ হওয়ার পর এবং সঠিক সময়ে এই অভিযেগের বিষয়ে বিস্তারিত জানাব। তবে সেটি আদালতকক্ষেই করার পরিকল্পনা রয়েছে, গণমাধ্যমে নয়।”
ওদিকে, জেফ্রিসের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে এঅ্যান্ডএফ কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।এফবিআই গতবছর জেফ্রিসের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে। এর আগে বিবিসি’র এক প্রতিবেদনে অভিযোগ উঠেছিল যে, মাইক জেফ্রিস এবং তার পার্টনার নিউ ইয়র্কে তাদের বিভিন্ন বাসভবন এবং বিশ্বজুড়ে হোটেলগুলোতে আয়োজিত একাধিক অনুষ্ঠনে পুরুষদেরকে যৌনকাজে ব্যবহার এবং শোষণ করেছেন।
বিবিসি’র এক তদন্তে বেরিয়ে আসে যে, একাজে তাদের একজন দালাল ছিল এবং অনুষ্ঠানের জন্য পুরুষদের নিয়ে আসার কাজ করার জন্য লোক নিয়োগের নেটওয়ার্কও ছিল।বিবিসি’র ওই প্রতিবেদনের পর জেফ্রিস এবং স্মিথের বিরুদ্ধে যৌন পাচার, ধর্ষণ এবং যৌন-নিপীড়নের অভিযোগে নিউ ইয়র্কে একটি দেওয়ানী মামলা দায়ের হয়।এই মামলায় দুই দশক ধরে সাবেক সিইও’র নেতৃত্বে পরিচালিত যৌন পাচার কার্যক্রমে অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ’ এর তহবিল সহায়তা দেওয়ারও অভিযোগ করা হয়।