Monday, January 13, 2025
বাড়িবিশ্ব সংবাদপড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ, ব্রিকস সম্মেলনে রাশিয়া যাচ্ছেন না লুলা

পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ, ব্রিকস সম্মেলনে রাশিয়া যাচ্ছেন না লুলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ অক্টোবর: ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন, এতে তার মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হয়েছে। এ ঘটনার পর চিকিৎসকদের পরামর্শে ব্রিকস সম্মেলনে জন্য রাশিয়া যাওয়া বাতিল করেছেন তিনি।চিকিৎসকরা তাকে কিছু সময়ের জন্য দীর্ঘ বিমান ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, জানিয়েছে রয়টার্স।রোববার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্টের দপ্তর জানায়, লুলা (৭৮) ভিডিওকনফারেন্সের মাধ্যমে ব্রিকসের বৈঠকগুলোতে অংশ নেবেন। স্থানীয় সময় রোববার বিকাল ৫টায় রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল তার।

লুলার চিকিৎসক হোব্যার্তো কালিও গ্লোবোনিউজ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, পড়ে গিয়ে মাথার পেছনে ‘বড় ধরনের’ আঘাত পেয়েছেন প্রেসিডেন্ট, সেখানে সেলাইয়ের প্রয়োজন হয়েছে আর এতে তার মস্তিষ্কের টেম্পোরাল-ফ্রন্টাল অঞ্চলে ‘সামান্য রক্তক্ষরণ’ হয়েছে।“এই পরিস্থিতিতে পুরো সপ্তাহ ধরে বারবার পরীক্ষা করা দরকার। তাত্ত্বিকভাবে যে কোনো মস্তিষ্কে রক্তক্ষরণ পরবর্তী দিনগুলোতে আরও খারাপ হতে পারে, তাই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ,” বলেছেন তিনি।

কালিও আরও জানান, লুলা ভালো আছেন এবং স্বাভাবিক কাজকর্ম করছেন।রোববারের প্রথমদিকে দেওয়া ব্রাজিলিয়ার সিরিও লিবানিজ হাসপাতালের মেডিকেল রিপোর্ট অনুযায়ী, শনিবার পড়ে গিয়ে লুলার মাথার পেছন দিকে ‘অক্সিপিটাল অঞ্চলে’ ক্ষত তৈরি হয়।এই রিপোর্টে বলা হয়েছে, “লুলাকে দীর্ঘ বিমান ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, এছাড়া নিয়মিত দায়িত্ব পালন করে যেতে পারবেন তিনি।”সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে ব্রাজিল সরকার জানিয়েছে, ব্রিকস সম্মেলনে ব্রাজিলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা। রোববারই তারা রাশিয়ার উদ্দেশে রওনা হবেন।প্রধান উদীয়মান অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ১৫ বছর আগে কূটনৈতিক ফোরাম ব্রিকস গঠন করে। তারপর থেকে দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের যোগ দেওয়ার মাধ্যমে ফোরামটি আরও বিস্তৃত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য