স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অক্টোবর: লেবানন বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের একটি দল গতকাল শুক্রবার ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন।গতকাল ওই দলটি কমলার প্রতি সমর্থন জানিয়ে এক চিঠিতে লিখেছে, জো বাইডেনের আমলে লেবাননের প্রতি যুক্তরাষ্ট্রের ‘নিরবচ্ছিন্ন’ সমর্থন ছিল। তাঁরা প্রত্যাশা করছেন, কমলা নভেম্বরের নির্বাচনে জয়ী হলে (লেবাননের প্রতি) সমর্থন আরও বাড়বে।এমন একটি সময়ে এই সমর্থন পাওয়া গেল, যখন লেবাননে ইসরায়েলি হামলা চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ২ হাজার ৩৫০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আরও ১২ লাখের বেশি মানুষ।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে প্রায় ৫০ সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।চিঠিতে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন সাবেক কংগ্রেস সদস্য ডোনা শালালা, টবি মোফেতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একসময়ের পরিবহনসচিব রে লাহুড রয়েছেন। আরও কয়েকজন শিক্ষাবিদ,প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিনিয়োগকারী ওই চিঠিতে সই করেছেন।হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর বাইডেন প্রশাসন ইসরায়েলকে সমর্থন দেওয়ায় অনেক আরব–আমেরিকান ও মুসলিম ডেমোক্রেটিক পার্টিকে প্রত্যাখ্যান করেছেন।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।গত বছর ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা এবং প্রায় ২৫০ জন মানুষকে জিম্মি করে নিয়ে যান। হামাসের হামলা থেকে গাজা যুদ্ধের সূত্রপাত।(গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার কারণে) কিছু আরব–আমেরিকান ও মুসলিম কমলাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদের কেউ কেউ তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা তৃতীয় প্রার্থী গ্রিন পার্টির জিল স্টেইনকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।
দ্য আমেরিকান টাস্কফোর্স অন লেবাননের প্রেসিডেন্ট ইডি গ্যাব্রিয়েল ব্যক্তিগতভাবে (কমলাকে সমর্থন জানিয়ে) চিঠিতে স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নেন। আমেরিকান টাস্কফোর্স অন লেবানন ওয়াশিংটনভিত্তিক একটি পলিসি গ্রুপ। ৪ অক্টোবর কমলা মিশিগানে গেলে যে কয়জন আরব–আমেরিকান ও মুসলিম নেতা তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন, গ্যাব্রিয়েল তাঁদের একজন।চিঠিতে লেখা হয়, ‘ব্যাপক আকারে দুর্নীতির কারণে বিশ্বের সবচেয়ে খারাপ অর্থনৈতিক বিপর্যয়, পরিবারগুলোর গণবাস্তুচ্যুতি ও নিষ্পাপ মানুষের প্রাণের ক্ষতিতে লেবাননের জনগণ ভয়ংকর দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁরা আরও একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ সহ্য করতে পারবে না। এই যুদ্ধ লেবাননকে আরও ধ্বংস করে দেবে।’