Thursday, March 20, 2025
বাড়িবিশ্ব সংবাদহেলেনের পর ঘূর্ণিঝড় মিলটনের হুমকিতে ফ্লোরিডা

হেলেনের পর ঘূর্ণিঝড় মিলটনের হুমকিতে ফ্লোরিডা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ অক্টোবর: যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেই ঘূণিঝড় হেলেনের তাণ্ডবে বিপুল প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর এবার উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মিল্টন। দ্রুতই এ ঝড় শক্তিশালী চার ক্যাটাগরিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।ঘূর্ণিঝড়টি মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের ওপর দিয়ে যাওয়ার পর বুধবার ফ্লোরিডায় আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের ফলে জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন গভর্নর রন ডিসান্টিস। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, ঝড়টি “বড় প্রভাব” ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা হারিকেন হেলেনের আঘাতে অন্তত ২২৫ জন নিহত হওয়ার মাত্র ১০ দিন পর এবার হারিকেন মিল্টন নিয়ে সতর্কতা এল। হেলেনের প্রভাবে এখনও নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।এর মধ্যে অন্তত ১৪ জন মারা গেছেন ফ্লোরিডায়, যেখানে ৬৭টি কাউন্টির মধ্যে ৫১টিতে এখন জরুরি সতর্কতা জারি করা হয়েছে।এনএইচসি জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত মিল্টন ঘণ্টায় প্রায় ১৫০ মাইল (২৪০ কিলোমিটার) বাতাসের গতিবেগ ছিল।বিবিসি জানায়, বুধবার এটি টাম্পা উপসাগরের আশপাশে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। এরপর মিল্টন আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হওয়ার সময় ফ্লোরিডা উপদ্বীপ অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করে বলেছে, সোমবার থেকে ফ্লোরিডার কিছু অংশে মুষলধারে বৃষ্টিপাত ও বন্যা হতে পারে।এতে আরও বলা হয়েছে, মঙ্গলবার শেষের দিকে বা বুধবার ভোর থেকে ফ্লোরিডার পশ্চিম উপকূলে ঝড়টি বেশ শক্তি নিয়েই আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।বৃষ্টিপাতের পরিমাণ স্থানীয় সর্বোচ্চ ৩৮ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলীয় অঞ্চলে ১ দশমিক ৫-৩ দশমিক ৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।ইতিমধ্যেই ঝড় মোকাবেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্লোরিডাবাসীরা। এনএইচসি’র ভয়াবহ সতর্কবার্তার সঙ্গে রাষ্ট্রীয় সতর্কবার্তার সামঞ্জস্য রয়েছে।

ফ্লোরিডা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান কেভিন গাথরি বলেছেন, ২০১৭ সালের পর সবচেয়ে বড় হারিকেন ইরমা আঘাত হানার জন্য যেমন প্রস্তুতি গ্রহণ করেছিলাম, ঠিক সেইভাবে প্রস্তুত থাকতে হবে। সেবছর ইরমার আঘাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।রাজ্যের ৫১টি কাউন্টিতে জরুরি সতর্কতা জারি করা ডিসান্টিস বলেছেন, বিদ্যুৎ পুনরুদ্ধার এবং রাস্তাঘাট পরিষ্কার করার প্রস্তুতি চলছে। তবে মিল্টন আঘাত হানলে জনগণের আরও ভোগান্তি সহ্য করতে হবে।ওদিকে হারিকেন হেলেনের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পুনরুদ্ধার করতেই কয়েক বছর লেগে যেতে পারে বলে মার্কিন সরকার সতর্ক করেছে। এরই মধ্যে নতুন এই হারিকেনের আগমন ঘটছে।হারিকেন হেলের প্রভাবে এখনও দুর্গত এলাকার শত শত রাস্তা বন্ধ রয়েছে। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ এলাকা গুলোতে ত্রাণ পাঠানোর প্রচেষ্টা ব্যাহত হয়েছে।

ফ্লোরিডার পাশাপাশি জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, ভার্জিনিয়া এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত নর্থ ক্যারোলাইনায় অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে।প্রেসিডেন্ট জো বাইডেন নর্থ ক্যারোলাইনায় আরও ৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে দেড় হাজার সেনা সদস্য ও ন্যাশনাল গার্ডের সঙ্গে কাজ করবে।বাইডেন এ পর্যন্ত প্রায় ১৪ কোটি ডলার ফেডারেল সহায়তা অনুমোদন করেছেন। আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের অভিযোগ, অভিবাসীদের পেছনে ত্রাণের অর্থ ব্যয় করা হয়েছে।তবে এই মন্তব্য অস্বীকার করে ট্রাম্পের বিরুদ্ধে ভুল তথ্যের অভিযোগ এনেছেন মার্কিন দুর্যোগ ত্রাণ সংস্থার প্রধান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য