Friday, December 6, 2024
বাড়িবিশ্ব সংবাদশিক্ষার্থীদের গুপ্তচরবৃত্তির ফাঁদে ফেলতে পারে ‘সুন্দরী নারী-সুদর্শন পুরুষরা’: চীন

শিক্ষার্থীদের গুপ্তচরবৃত্তির ফাঁদে ফেলতে পারে ‘সুন্দরী নারী-সুদর্শন পুরুষরা’: চীন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ সেপ্টেম্বর: চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, সংবেদনশীল তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার থাকা শিক্ষার্থীদেরকে দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে পড়তে প্রলুব্ধ করতে পারে সুন্দরী নারী ও সুদর্শন পুরুষরা।চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’ এ শিক্ষার্থীদেরকে সতর্ক করে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। ডিজিটাল জগতে নানাভাবে প্রলুব্ধ হয়ে তারা যাতে তথ্য ফাঁস না করে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, বিদেশি গুপ্তচর ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবেই বিদেশি কোনও প্রতিষ্ঠানের হয়ে গুপ্তচরবৃত্তি করার ফাঁদে ফেলার তরুণ শিক্ষার্থীদেরকে নিশানা করে। এই শিক্ষার্থীদের কৌতুহল এবং নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের ইচ্ছাকে কাজে লাগায় সংস্থাগুলো।গোপনীয় ও সংবেদনশীল বৈজ্ঞানিক তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার থাকা কলেজ শিক্ষার্থীদেরকে শিকারে পরিণত করে থাকে এই বিদেশি গুপ্তচররা। বিশ্ববিদ্যালয় অধ্যাপক, গবেষণা কর্মীর মতো পরিচয়ে তারা তরুণ শিক্ষার্থীদের ঘনিষ্ঠ হয়ে ওঠে।

এরপর গবেষণা বা অ্যাকাডেমিক কাজের বিনিময়ে উচ্চ পারিশ্রমিকের লোভ দেখিয়ে শিক্ষার্থীদের ফাঁদে ফেলে। শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করলে তাদেরকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ব্যবস্থা করে সংস্থাগুলো।অনেক সময় সুন্দরী নারী বা সুদর্শন পুরুষের ছদ্মবেশেও বিদেশি গুপ্তচররা তরুণ শিক্ষার্থীদের প্রেমের ফাঁদে ফেলে নিজেদের স্বার্থ উদ্ধার করে। তবে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অবশ্য শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়েছে এমন কোনও সংস্থার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য