Thursday, September 12, 2024
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রের গুলিতে দুই শিক্ষকসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রের গুলিতে দুই শিক্ষকসহ নিহত ৪

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাই স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্রের গুলিতে সহপাঠী দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন।বুধবার অঙ্গরাজ্যটির ব্যারো কাউন্টির ওয়াইন্ডার শহরের অ্যাপালেইচি হাই স্কুলের এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।তদন্তকারীরা জানান, গুলির ঘটনার কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন গত বছর অনলাইনে হুমকি দিয়ে স্কুলে গুলি করার কথা বলেছিল, তখন আইন প্রয়োগকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।

এক সংবাদ সম্মেলনে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস হোজি জানান, সন্দেহভাজনকে কোল্ট গ্রে (১৪) বলে শনাক্ত করা হয়েছে।ব্যারো কাউন্টির শেরিফ জাড স্মিথ জানান, বন্দুকধারী একটি আধাস্বয়ংক্রিয় এআর রাইফেলে সজ্জিত ছিল, ওই স্কুলে মোতায়েন থাকা ডেপুটিরা দ্রুত তাকে বাধা দিয়ে মাটিতে ঠেসে ধরে আর তারপর গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর সন্দেহভাজন তদন্তকারীদের সঙ্গে কথা বলেছে। তদন্তকারীদের বিশ্বাস, সে একাই এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু কেন সে এ ঘটনা ঘটিয়েছে আর সেটি জানা গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি তদন্তকারীরা।শেরিফ স্মিথ জানান, নিহতরা হলেন ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী মেসন শেরমারহর্ন ও ক্রিস্টিয়ান আঙ্গুলো এবং শিক্ষক রিচার্ড অ্যাসপিনওয়াল (৩৯) ও ক্রিস্টিন ইরেমি (৫৩) ।আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা শিগগিরই ছাড়া পাবেন বলে আশা প্রকাশ করেছেন স্মিথ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য