Thursday, September 12, 2024
বাড়িবিশ্ব সংবাদপশ্চিমতীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত৫

পশ্চিমতীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ সেপ্টেম্বর: ফিলিস্তিনের পশ্চিম তীরের তুবাস শহরে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও দুইজন আহত হয়েছেন, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসা কর্মীরা।বৃহস্পতিবার ভোরে ইসরায়েল বলেছে, তুবাস অঞ্চলে তাদের বাহিনীগুলোর জন্য ‘হুমকি হয়ে ওঠা’ ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর ‘তিনটি পৃথক হামলায়’ তাদের সামরিক আকাশযানগুলো অংশ নিয়েছে।ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফা ফিলিস্তিনি চিকিৎসা কর্মীদের বরাত দিয়ে জানিয়েছে, একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলের আকাশ হামলায় পাঁচজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।

ওয়াফার খবর অনুযায়ী, একটি সশস্ত্র ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে। হামলার পর ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্সের ক্রুরা পাঁচটি মৃতদেহ ও দুই আহতকে তুবাসের তার্কিশ গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাদের বড় ধরনের একটি দল তুবাস গভর্নরেটের ফার’আ শরণার্থী শিবিরে হামলা চালানো পর ওই পাঁচজনকে হত্যা করে। ফার’আ শরণার্থী শিবিরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন তারা।ইসরায়েল গত সপ্তাহের বুধবার থেকে অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক এক সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে এ পর্যন্ত অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত ও আরও ১৩০ জন আহত হয়েছেন। হতাহতের অধিকাংশ ঘটনাই ঘটেছে পশ্চিম তীরের জেনিন শহরে।

জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) বুধবার এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ‘প্রাণঘাতী যুদ্ধের মতো কৌশল’ ব্যবহার করছে আর নিহতদের মধ্যে ফিলিস্তিনি শিশুরাও আছে।আল জাজিরা জানাচ্ছে, ইসরায়েলের এই সামরিক অভিযান মূলত পশ্চিম তীরের তুলকার্ম ও জেনিনের শরণার্থী শিবিরগুলোতে কেন্দ্রীভূত। ২০০০ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০০৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলা দ্বিতীয় ইন্তিফাদার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের চালানো সবচেয়ে বড় সামরিক অভিযান এটি।ওসিএইচএ জানিয়েছে, এই অভিযানে উল্লেখযোগ্য সহিংসতা ও বহু গ্রেপ্তারের ঘটনা ঘটছে, পাশাপাশি ইসরায়েলের সামরিক বুলডোজারগুলো সড়ক ও অন্যান্য অবকাঠামোও গুড়িয়ে দিচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য