স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ সেপ্টেম্বর: রাশিয়ার সূদূর পূর্বে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ১৭ মৃতদেহ এখন পর্যন্ত পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে প্রাণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ২২ আরোহীর বেশিরভাগই ছিলেন পর্যটক।শনিবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয় হেলিকপ্টারটি।জনপ্রিয় ওই পর্যটনস্থল সক্রিয় আগ্নেয়গিরির জন্য বিখ্যাত। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ স্পষ্ট জানা যায়নি।রাশিয়ার সূদূর পূর্বাঞ্চলে এ ধরনের দুর্ঘটনা তুলনামূলকভাবে ঘন ঘনই ঘটে। এলাকাটি জনবহুল এবং আবহাওয়াও চরমভাবাপন্ন। তিন বছর আগে কামচাটকার একটি হ্রদে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছিল।
শনিবার বিধ্বস্ত হওয়া এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটিতে ১৯ যাত্রী ও ৩ ক্রু ছিল। রোববার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে টেলিগ্রামে জানিয়েছেন কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ।জরুরি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইভান লেমিকভ ধ্বংসাবশেষে এখন পর্যন্ত ১৭ টি মরদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। এখনও যারা নিখোঁজ রয়েছে তাদের খোঁজে অনুসন্ধান আপাতত বন্ধ রাখা হয়েছে। সোমবার আবার অনুসন্ধান শুরু হবে বলে জানান তিনি।