Friday, September 13, 2024
বাড়িবিশ্ব সংবাদগাজা জিম্মি মুক্তি চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ-ধর্মঘট

গাজা জিম্মি মুক্তি চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ-ধর্মঘট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ সেপ্টেম্বর: গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েলজুড়ে প্রতিবাদ-বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। দেশটির প্রধান একটি শ্রমিক ইউনিয়ন সোমবার সারা দেশে সাধারণ ধর্মঘট ডেকেছে।গাজায় জিম্মি হওয়া ইসরায়েলিদের পরিবারের সদস্যরা জিম্মি মুক্তির জন্য সরকারের কাছে একটি চুক্তি করার দাবি জানিয়ে বিক্ষোভে নেমেছে।রোববার ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং জেরুজলেমে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেছে। এতে গাজায় হামাসের যোদ্ধাদের হাতে থাকা বাদবাকী জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বেড়েছে।

৮ লাখ সদস্যের শ্রমিক সংগঠন হিসটাদ্রুত এর চেয়ারম্যান আমোন-বার ডেভিড বলেছেন, “আমরা একটি চুক্তির পরিবর্তে বডি ব্যাগ পাচ্ছি।”এর প্রতিবাদে সোমবার স্থানীয় সময় সকাল ৬:০০ টা থেকে একদিনের শ্রমিক ধর্র্মঘটের আহ্বান জানান।ওদিকে, জিম্মিদের পরিবারের সদস্যরা ইসরায়েলের নেতানিয়াহু সরকার এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার চেষ্টার অংশ হিসাবে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

নেতানিয়াহু বলেছেন, তিনি জিম্মিদের মুক্ত করার জন্য চুক্তি করতে এবং দেশের নিরাপত্তার সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি বলেন, “জিম্মিদের যারা হত্যা করছে তারা চুক্তি চায় না।”ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের একটি টানেল থেকে রোববার নতুন করে ছয় জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, সেখানে ইসরায়েলি সেনারা পৌঁছানোর অনেক আগে এদের হত্যা করা হয়েছে বলে মনে হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগরি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, “আমাদের প্রাথমিক অনুমান হচ্ছে, আমরা তাদের কাছে পৌঁছানোর অল্প সময় আগে হামাসের সন্ত্রাসীরা তাদের নৃশংসভাবে খুন করেছে।”জিম্মিদের পরিবারের সদস্যরা বলছে, প্রায় ১১ মাস ধরে নির্যাতন সহ্য করার পর ওই ৬ জন গত কয়েকদিনে খুন হয়েছে। জিম্মিদের মুক্ত করার জন্য একটি চুক্তি করতে দেরির কারণে তাদের এবং অন্যান্য আরও জিম্মির মৃত্যু হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য