Friday, November 8, 2024
বাড়িবিশ্ব সংবাদপশ্চিম তীরে গুলিতে ৩ ইসরায়েলি পুলিশ নিহত

পশ্চিম তীরে গুলিতে ৩ ইসরায়েলি পুলিশ নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ সেপ্টেম্বর: অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে গুলিতে তিন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, জানিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা।রোববার তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী হেবরনের ইদনা তারকুমিয়াহ জংশনের ওই এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে আর গুলিবর্ষণের সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে হত্যা করে, জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

গত বুধবার থেকে শত শত ইসরায়েলি সেনা পশ্চিম তীরজুড়ে অভিযান চালাচ্ছে। এটি গত কয়েক মাসের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চালানো সবচেয়ে বড় অভিযান। ‘ইরান সমর্থিত ইসলামি জঙ্গিদের’ শিকড় উপড়ে ফেলার জন্য এ অভিযান চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের।রোববার ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, পশ্চিম তীরের জেনিনের নিকটবর্তী কফর দান শহরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি ভাইকে গুলি করে হত্যা করেছে।

পশ্চিম তীরে সেনাবাহিনী ও পুলিশের ইউনিটগুলোকে মোতায়েন করার পর বেশ কয়েকটি ফ্রন্টে লড়াইয়ে থাকা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ব্যাপক চাপ মোকাবেলা করছে। গাজার যুদ্ধ অবসানে চলমান যুদ্ধবিরতি আলোচনায় ফলাফল আসার ইঙ্গিতও তেমন একটা পাওয়া যায়নি।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “আমাদের সবাইকে খুন করতে চায় এমন এক নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে সব ফ্রন্টে লড়াই করছি আমরা।”তিনি যখন এসব কথা বলছিলেন তখনও ইসরায়েলি সেনারা জেনিনে অভিযান চালাচ্ছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, জেনিনে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য