স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ আগস্ট: হংকংয়ে গণতন্ত্রপন্থি একটি পত্রিকার নেতৃত্ব দিয়ে দেশদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দুই সাংবাদিক চুং পুই-কুয়েন ও প্যাট্রিক ল্যাম।এই দুই সাংবাদিক হংকংয়ে বর্তমানে বন্ধ থাকা স্ট্যান্ড নিউজের সম্পাদক ছিলেন। দোষী সাব্যস্ত হওয়ায় এখন তাদের সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে। সাজার রায় সেপ্টেম্বরে হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
১৯৯৭ সালে হংকং ব্রিটেন থেকে চীনের হাতে হস্তান্তর হওয়ার পর কোনও সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এটিই প্রথম। রাষ্ট্রদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশের অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত।মানবাধিকার গোষ্ঠীগুলো আদালতের রায়ের নিন্দা জানিয়েছে। রিপোর্টারস উইদাউট বর্ডারস হংকংকে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে ‘অশুভ প্রচারণা’ বন্ধ করার আহ্বান জানিয়েছে।তবে এক লিখিত বিবৃতিতে হংকংয়ের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক কোওক ওয়াই-কিন বলেছেন, স্ট্যান্ড নিউজ ‘জাতীয় নিরাপত্তায় হুমকি’ হয়ে উঠেছিল।
তিনি বলেন, পত্রিকাটির সম্পাদকীয়তে হংকংয়ের স্থানীয় স্বায়ত্ত্বশাসনকে সমর্থন করা হয়েছিল। তাছাড়া, এ পত্রিকা চীনের কেন্দ্রীয় কর্তৃপক্ষের দুর্নাম করা এবং কালিমা লেপন করার হাতিয়ার হয়ে উঠেছিল বলেও ওয়াই-কিন উল্লেখ করেন।বিবিসি জানায়, হংকংয়ে ২০১৯ সালের গণতন্ত্রপন্থি বিক্ষোভের সময় হাতে গোনা কয়েকটি নতুন অনলাইন নিউজ পোর্টালের মধ্যে বিশেষ অবস্থানে উঠে এসেছিল স্ট্যান্ড নিউজ। এ পত্রিকায় প্রকাশ্যেই ভিন্নমাতাবলম্বীদের ওপর সরকারের দমনপীড়নের সমালোচনা করা হয়েছিল।