স্যন্দন ডিজিটাল ডেস্ক।। ২১ আগস্ট : আফগানিস্তানের জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার রিচার্ড বেনেটকে নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান। তাকে আফগানিস্তানে ঢুকতে দেওয়া হচ্ছে না।তালেবান প্রশাসনের মুখপাত্র আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজে একথা জানিয়েছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেছেন।
আফগানিস্তানে তালেবান গোষ্ঠী ক্ষমতা গ্রহণের পর দেশটির মানবাধিকার পরিস্থিতির ওপর নজর রাখার জন্য ২০২২ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদে নিয়োগ করা হয় রিচার্ড বেনেটকে।তিনি এর আগে বলেছিলেন, আফগারিস্তানে নারী ও মেয়েদের বিরুদ্ধে তালেবান যা করছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। বেনেট আফগানিস্তানের বাইরে থেকে কাজ করে এলেও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে গবেষণার জন্য কয়েকবারই দেশটিতে সফর করেছেন।তবে তাকে আফগানিস্তানে ঢুকতে না দেওয়ার বিষয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদ তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। আর বেনেটের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তালেবান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, “বেনেট আফগানিস্তানে ভ্রমণের ভিসা পাবেন না।“বেনেটকে কাজের সময় পেশাদারিতত্বে অটল থাকার জন্য বার বার অনুরোধ জানানোর পরও তিনি কুসংস্কার এবং মনগড়া কাহিনীর ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করেছেন বলে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। তার প্রতিবেদন আফড়ানিস্তান ও এর জনগণের স্বার্থ পরিপন্থি,” বলেন তিনি।এর আগে তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, তালেবান ইসলামিক আইন এবং স্থানীয় রীতিনীতির ব্যাখ্যা অনুযায়ী নারীর অধিকারকে সম্মান করে।