Tuesday, October 8, 2024
বাড়িবিশ্ব সংবাদবিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হতে চলেছেন জাপানের তোমিকো ইতোওকা

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হতে চলেছেন জাপানের তোমিকো ইতোওকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক।। ২১ আগস্ট : ১১৬ বছর বয়সে জাপানের নারী তোমিকো ইতোওকা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসাবে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখাতে চলেছেন।সোমবার ১১৭ বছর বয়সে বিশ্বের ‘সবচেয়ে বয়স্ক’ মানুষ স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা যাওয়ার পর এখন এই খেতাব পেতে চলেছেন ইতোওকা। বুধবার একটি রিসার্চ গ্রুপ একথা জানিয়েছে।তোমিকো ইতোওকা একজন পর্বতারোহী ছিলেন। তার জন্ম ১৯০৮ সালের ২৩ মে। জাপানের পশ্চিমাঞ্চলীয় আশিয়া নগরীতে তার বাস বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক জেরোন্টোলোজি রিসার্চ গ্রুপ।

ইতোওকা তিন সন্তানের মা। ৭০ এ কোঠায় বয়স থাকার সময় ইতোওকা প্রায়ই জাপানের পর্বত আরোহণ করতেন। জাপানের ৩, ০৬৭ মিটার উঁচু মাউন্ট ওনটেক পর্বত দুইবার আরোহণ করেন তিনি।জেরোন্টোলোজি রিসার্চ গ্রুপ জানিয়েছে, হাইকিং বুট ছাড়াই কেবল স্নিকার পরে পর্বত আরোহণ করে গাইডদের তাক লাগিয়ে দিয়েছিলেন ইতোওকা। আর ১০০ বছর বয়সে তিনি কোনও লাঠি ছাড়াই পাথুরে সিঁড়ির দীর্ঘ পথ পাড়ি দিয়ে আশিয়ার তীর্থস্থানে ওঠেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য