Friday, September 13, 2024
বাড়িবিশ্ব সংবাদইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা শুরু

ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা শুরু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৭ আগস্ট: লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে দফায় দফায় ড্রোন ও রকেট হামলা শুরু করেছে।গত সপ্তাহে লেবাননে হিজবুল্লার ঘাঁটিতে ইসরায়েলের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনার জবাবে মঙ্গলবার গোষ্ঠীটি এই হামলা চালায়। তবে এমন হামলা আরও চলবে বলেও ইসরায়েলকে সতর্ক করেছে হিজবুল্লাহ।ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি বন্দরনগরীর কাছে দুটো সামরিক স্থাপনায় আক্রমণাত্মক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। আরেকটি জায়গাতেও ইসরায়েলি সামরিক যানে তারা হামলা করেছে বলে জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীও বলেছে, লেবানন থেকে আসা হামলাকারী একাধিক ড্রোন তারা শনাক্ত করেছে এবং একটিকে বাধা দিয়েছে।ইসরায়েলের চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, নাহারিয়া উপকূলীয় নগরীর দক্ষিণের হাসপাতালে নেওয়া হয়েছে ৭ জনকে। একজনের অবস্থা গুরুতর।ইসরায়েলের সেনাবাহিনী বলছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ড্রোনকে যে হাতিয়ার দিয়ে বাধা দেওয়া হয়েছিল সেটি লক্ষভ্রষ্ট হয়ে মাটিতে আঘাত হানে। এতে কয়েকজন আহত হয়। তবে ঘটনাটি এখনও খতিয়ে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের টিভি ফুটেজে নাহারিয়ার বাইরে মূল সড়কে একটি বাসস্টপের কাছে একটি জায়গায় হামলার চিহ্ন দেখা গেছে।লেবাননে হিজবুল্লাহ তাদের কমান্ডার ফুয়াদ শুকর নিহতের বদলা নেওয়া এবং ইরান ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অঙ্গীকার করায় ইসরায়েলের সঙ্গে দেশদুটির উত্তেজনা বেড়েছে। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে।হিজবুল্লাহর এক সূত্র রয়টার্সকে বলেছেন, “ফুয়াদ শুকরকে হত্যার পাল্টা জবাব এখনও দেওয়া হয়নি।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য