Wednesday, September 11, 2024
বাড়িবিশ্ব সংবাদইংল্যান্ডে ছুরি হামলায় ২ শিশু নিহত, আহত ১১

ইংল্যান্ডে ছুরি হামলায় ২ শিশু নিহত, আহত ১১

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জুলাই: ইংল্যান্ডের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে এক ছুরি হামলায় দুই শিশু নিহত ও আরও নয় শিশু আহত হয়েছে। আহত শিশুদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।সোমবার শহরের হার্ট স্ট্রিটে শিশুদের একটি নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় ছুরি হামলার এ ঘটনা ঘটে।সাউথপোর্টের মার্সিসাইড পুলিশ জানিয়েছে, হামলা থেকে শিশুদের রক্ষা করতে গিয়ে পূর্ণবয়স্ক দুই ব্যক্তিও ছুরিকাহত হয়েছেন, তাদের অবস্থাও সঙ্কটজনক।

বিবিসি জানিয়েছে, এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যা ও খুনের চেষ্টার সন্দেহভাজন হিসেবে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ছুরিও জব্দ করা হয়েছে। হামলার উদ্দেশ্য ‘পরিষ্কার’ না হলেও ঘটনাটিকে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে তারা।স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটের দিকে পুলিশকে ফোন করে সাউথপোর্টের হার্ট স্ট্রিটের একটি নাচের স্কুলে হামলার খবর জানানো হয়। এরপরই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ওই নাচের স্কুলে ১৩টি অ্যাম্বুলেন্স ও দমকল পরিষেবার কর্মীরাও উপস্থিত হন।

মার্সিসাইড পুলিশের প্রধান কনস্টেবল সেরেনা কেনেডি এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের মধ্যে অনেকগুলো শিশু দেখে ‘মর্মাহত’ হন।আহতদের ওপর ‘হিংস্র হামলা’ চালানো হয়েছে এবং তারা গুরুতর আঘাতের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনি।তিনি বলেন, “শিশুরা নাচের স্কুলে টেইলর সুইফট ভিত্তিক একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল, তখন ওই হামলাকারী একটি ছুরি নিয়ে হেঁটে সেখানে এসে শিশুদের ওপর হামলা শুরু করে। যে পূর্ণবয়স্করা আহত হয়েছেন তারা সাহসের সঙ্গে শিশুদের রক্ষার চেষ্টা করেছেন বলে আমাদের বিশ্বাস।”

যে কর্মশালায় হামলাটি হয়েছে অনলাইনে তার একটি বিজ্ঞাপন পাওয়া গেছে। সেটিতে কর্মশালায় ছয় থেকে ১১ বছর বয়সী শিশুদের যোগ ব্যায়াম ও নাচের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছিল।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাজা তৃতীয় চার্লস মর্মান্তিক এ হামলায় গভীর দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য