স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জুলাই: ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে এক রকেট হামলায় ১২ শিশু-কিশোর নিহত হওয়ার পর দেশটির প্রতিশোধমূলক হামলা সামলানোর প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে লেবানন। গোলানে হামলার জন্য লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল।লেবাননের জনদুর্ভোগ মোকাবেলা বাহিনী জানিয়েছে, সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।আহতদের মধ্যে একজন অল্প বয়সী শিশু রয়েছে বলে বাহিনীটির এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
তবে নিহতরা হিজবুল্লাহর যোদ্ধা না বেসামরিক, সে বিষয়ে কিছু জানায়নি তারা।ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ড্রোন লেবানন থেকে সীমান্ত অতিক্রম করে পশ্চিম গ্যালিলি এলাকায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী সেটি ভূপাতিত করেছে।ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কায় বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেকগুলো ফ্লাইট বাতিল ও বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পিছিয়ে দিয়েছে এয়ারলাইন্সগুলো।রোববার রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে গোলান মালভূমি হামলার জবাব ‘কখন ও কীভাবে’ দেওয়া হবে সে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছে।ইসরায়েলের পাশাপাশি এ হামলার জন্য যুক্তরাষ্ট্রও হিজবুল্লাহকে দায়ী করেছে। যদিও হিজবুল্লাহ হামলার দায় অস্বীকার করেছে।
গাজা যুদ্ধ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গত নয় মাস ধরে সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এরমধ্যে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে চালানো হামলাই সবচেয়ে প্রাণঘাতী হয়েছে। এর ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।ওই হামলার জবাবে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তাৎক্ষণিকভাবে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দেশটির সর্বাধিক প্রচারিত দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’ অনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের জবাব ‘সীমিত কিন্তু তাৎপর্যপূর্ণ’ হবে।প্রতিবেদনটিতে বলা হয়েছে, হিজবুল্লাহর অস্ত্রাগারগুলো বা উচ্চ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।