Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদনতুন করে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধের আহ্বান বাইডেনের

নতুন করে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধের আহ্বান বাইডেনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাসাল্ট রাইফেল, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় যে মডেলের রাইফেল ব্যবহার হয়েছিল, সেই অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেসকে নতুন করে আহ্বান জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভেইনিয়ায় নির্বাচনি প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী।

 ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি।মঙ্গলবার লাস ভেগাসে নাগরিক অধিকার গোষ্ঠী এনএএসিপি’র একটি কনভেনশনে দর্শকশ্রোতাদের উদ্দেশে বাইডেন বলেন, “ডনাল্ড ট্রাম্পকে গুলি করতে ব্যবহার করা হয়েছিল এআর-১৫ মডেলের একটি অ্যাসাল্ট রাইফেল। এই অস্ত্র যুক্তরাষ্ট্রে আরও বহু মানুষেরই প্রাণ কেড়েছে। যার মধ্যে আছে শিশুও। এখন সময় এসেছে এই রাইফেল নিষিদ্ধ করার।”বিবিসি জানায়, ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর বাইডেন প্রথমবারের মতো নির্বাচনি প্রচারে ফিরে এই আহ্বান জানালেন।

 গুলির ঘটনার পর কয়েকদিন বাইডেনের নির্বাচনি প্রচার বন্ধ ছিল। বাক্যবাণও বন্ধ ছিল। টিভিতে দেখানো হচ্ছিল না কোনও বিজ্ঞাপন। বিশিষ্ট অনেক ডেমোক্র্যাটিক রাজনীতিবিদ কেবল দেশকে ঐক্যবদ্ধ হওয়ারই বার্তা দিচ্ছিলেন।অস্ত্র নিষিদ্ধ করা নিয়ে বাইডেন বারবারই প্রচার চালিয়ে আসছেন। গতবছর ক্যালিফোর্নিয়ায় পৃথক দুটি হামলার ঘটনায় সাতজন নিহতের পরও বাইডেন কংগ্রেস সদস্যদেরকে অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ আইন নবায়ন করার আহ্বান জানিয়েছিলেন।

বন্দুক নিষিদ্ধ নিয়ে ১৯৯৪ সালে কংগ্রেসে একটি বিল পাস হয়েছিল। কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়া ওই বিলের কারণে ১০ বছরের জন্য ‘অ্যাসল্ট রাইফেল’ বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল।২০০৪ সালে আইনটির মেয়াদ শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্রে এই অস্ত্র বিক্রি আবার বেড়েছে। বাইডেন গতবছর এই আইনটিই নবায়নের আহ্বান জানান।লাস ভেগাস কনভেনশনে এই আইনের উল্লেখ করে বাইডেন বলেছেন, “আমি আগেও এটি করেছি। আবারও আমি এটি করব।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য