স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জুলাই: চীনের সিচুয়ান প্রদেশের সিগং শহরের এক শপিং সেন্টারের এক ডিপার্টমেন্ট স্টোরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় শহরটির হাই-টেক জোনের ১৪ তলা মার্কেট ভবনের ওই স্টোরে আগুন লাগে, এতে ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়।
দেশটির রাষ্ট্রায়ত্তা গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর বৃহস্পতিবার ভোররাত ৩টায় উদ্ধার কাজ শেষ হয়।প্রাথমিক তদন্তে দেখা গেছে, নির্মাণ কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়। ঠিক কী কারণে আগুন লাগলো তা বের করতে তদন্ত অব্যাহত আছে।