স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জুন: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরে ভারী বৃষ্টিপাতের অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টিপাত চলছে বলে জানিয়েছে সিএনএন।এল সালভাদরের বেসামরিক সুরক্ষা বিভাগের পরিচালক লুইস আলোনসো আমায়া জানিয়েছেন, ঝড়ের কারণে ১৯ জনের মৃত্যু হয়েছে।নিহতদের মধ্যে রাজধানী সান সালভাদর থেকে প্রায় ছয় মাইল দূরে সোয়াপাঙ্গো জেলায় ভূমিধসে বাড়ি চাপাপড়া দুই শিশুও রয়েছে।
এল সালভাদরে আড়াই হাজারেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।এদিকে, গুয়াতেমালায় বৃষ্টিপাতে ১০ জন মারা গেছে; ৩৫০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।দেশটির ন্যাশনাল কোঅর্ডিনেশন ফর ডিজাস্টার রিডাকশন (কনরেড) জানিয়েছে, প্রবল বৃষ্টিতে প্রায় ২ হাজার ৯০০ বাড়ি, ২২৫টি রাস্তা এবং ২৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হন্ডুরাসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখান থেকে ১,২০০ জনেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
মেক্সিকো কর্তৃপক্ষ দেশের বেশিরভাগ অংশে শক্তিশালী বৃষ্টিপাত, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক উপকূলের কিছু অংশের পাশাপাশি দেশের আরও অভ্যন্তরে বজ্রপাত, ঝড়ো বাতাস, শিলাবৃষ্টি এবং নদীর সংলগ্ন এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে।বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ বৃহস্পতিবার ওয়াক্সাকা রাজ্যের একটি শিশু হাসপাতাল থেকে প্রায় ৮০ জনকে সরিয়ে নিয়েছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশটির বেশিরভাগ অংশে বৃষ্টি চলছে।গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্তোর প্রভাবও এই বৃষ্টিপাতের কারণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার পূর্বাভাস দিয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও মধ্য আমেরিকার উত্তরাঞ্চলে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।